বাহক নিউজ় ব্যুরো: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের হকি থেকে নাম তুলে নিল ভারত। করোনা পরিস্থিতিতে অত্যন্ত কড়াকড়ি চলছেয়গ্রেট ব্রিটেনে। ভারতের কোন নাগরিক ওই দেশে পা দিলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া থাকলেও তা গ্রাহ্য হবে বলে জানিয়েছে ব্রিটেন সরকার।
নাম তুলে নেওয়ার আসল কারণ এটাই, যদিও সর্বভারতীয় হকি ফেডারেশনের তরফে বলা হয়েছে ,করোনাকালীন পরিস্থিতিতে এশিয়ান গেমস এর উপরে ফোকাস রাখতে চাইছেন তাঁরা যাতে প্যারিস অলিম্পিকের টিকিট পেতে সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত । তবে যাই বলা হোক না কেন কমনওয়েলথের থেকে নাম তুলে নেওয়ার পেছনে কিন্তু অন্য কারণ রয়েছে ।
এদিনই একই যুক্তিতে ভুবনেশ্বরে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ থেকে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের তরফেও বলা হয়েছিল করোনা পরিস্থিতি ও কড়া কোয়ারেন্টিনের জন্যই ইংল্যান্ড যুব বিশ্বকাপ খেলবে না। তার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের এই সিদ্ধান্ত।
ভারতের যুব হকি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের নাম প্রত্যাহার এবং কমনওয়েলথ গেমস থেকে ভারতীয় হকি সরে দাঁড়ানোর মধ্যে ভারত -ইংল্যান্ড কোভিড দ্বন্দ্ব আরো স্পষ্ট হয়ে উঠছে। ইংল্যান্ডের সঙ্গে কোয়ারেন্টিন নিয়ে ভারতের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই । ইংল্যান্ড সরকার জানিয়ে দিয়েছিল কোভিশিল্ডকে স্বীকৃতি দেবে না। তারপর তাতে রাজি হলেও কড়া কোয়ারেন্টিন নিয়ম নিয়ে আসে ইংল্যান্ড । তার পাল্টা হিসেবে ভইংল্যান্ডের নাগরিকদের ক্ষেত্রে আরও কড়া নিয়ম করেছে ভারত।
২০২১ এ ৪১ বছরের পদকের খরা কাটিয়ে ভারতীয় হকির আবার পুনর্জন্ম হয়েছে। টোকিও গেমসে ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় হকি টিম। মঙ্গলবার থেকেই বেঙ্গালুরু সাইয়ে নেমে পড়েছেন মনপ্রীত সিং, হারমানপ্রীত সিংরা। কোচ গ্রাহাম রিডের পরিকল্পনা হলো আগামী বছর এশিয়ান গেমস থেকেই প্যারিস অলিম্পিকের টিকিট জোগাড় করে ফেলা। পাশাপাশি বার্মিংহাম কমনওয়েলথ গেমস ও ছিল তার ভাবনায় তা থেকে আপাতত সরে এল ভারত। আগামী বছর ২৮ শেজুলাই থেকে ৮ই আগস্ট অব্দি হওয়ার কথা ছিল বার্মিংহাম গেমস ।
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিঙ্গোমবাম বলেছেন, ” এটা ভুললে চলবে না যে এশিয়ান গেমস অলিম্পিকে যোগ্যতা অর্জনের মহাদেশীয় টুর্নামেন্ট । ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রবেশ করতে হলে কিন্তু এশিয়ান গেমসের ওপর ফোকাস করতে হবে ।কমনওয়েলথ গেমসের সময় ভারতীয় টিমের কোন সদস্য করোনা সংস্পর্শে আসুক তা হকি ইন্ডিয়া কোনভাবেই চায়না।”