Table of Contents
Bahok News Bureau: বিখ্যাত বলিউড (Bollywood) পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলফ্থ ফেল’ (12th Fail) নামক সিনেমাটি চলতি বছরের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২৫ কোটির বাজেটে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার চার দিনেই ৯ কোটির ব্যবসা করে।
সিনেমাটির মূল গল্প কি?
এই সিনেমাতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তাঁর বিপরীতে অভিনয় করেছেন মেধা শঙ্কর (Medha Shangkar)। এই সিনেমাটি অতি অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়োতে শুরু করে। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমাটিতে বিক্রান্ত অভিনয় করেছেন মনোজকুমার শর্মার চরিত্রে, যিনি বাস্তবে আইপিএস অফিসার পদে কর্মরত। মেধা অভিনয় করেছেন শ্রদ্ধা জোশীর চরিত্রে, যিনি বাস্তব জীবনে একজন আইআরএস অফিসার। মনোজ এবং শ্রদ্ধার একে অপরের সাথে পরিচয়। এরপর বন্ধুত্ব তৈরি হয় তাদের মধ্যে। এই বন্ধুত্বই পরবর্তীতে প্রেমের রূপ নেয়। কিন্তু প্রেমের মাঝে তারা কেউ তাদের লক্ষ্য থেকে সরে যাননি। দুজনেই ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন। এরপর তারা ২০০৫ সালে সাত পাকে বাঁধা পড়েন। মনোজ এবং শ্রদ্ধার প্রেমকাহিনি মনোজের সহপাঠী অনুরাগ পাঠককে অত্যন্ত মুগ্ধ করে। তিনি তখন এই বিষয়টি নিয়ে একটি গল্প লিখে ফেলেন। এই গল্পের উপর ভিত্তি করেই নির্মাণ করা হয় ‘টুয়েলফথ ফেল’ নামক সিনেমাটি।
সিনেমার একটি দৃশ্যে বিক্রান্ত
বিক্রান্ত মাসে কি বললেন?
সিনেমাটির তেমন কোনো প্রচার নেই, এমনকি বিপুল বাজেটেও নির্মিত নয়, তবুও কেবল মাত্র গল্পের জোর এবং অভিনেতাদের অভিনয়ে বক্স অফিসে (Box Office) বিপুল সাফল্য পেয়েছে এই টুয়েলভথ ফেইল(12th Fail) সিনেমাটি। জানা গেছে যে, ইন্ডিপেন্ডেন্ট নমিনেশন বিভাগে এই সিনেমাটিকে জমা দেওয়া হয়েছে। এই খবর জানিয়েছেন স্বয়ং অভিনেতা বিক্রান্ত মাসে এবং এই সিনেমার সাফল্যে তিনি কতখানি আপ্লুত তা তিনি তাঁর সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। এই সিনেমাতে বিক্রান্ত মাসের পাশাপাশি মেধা শঙ্কর, সঞ্জয় বিষ্ণয়, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখরা অভিনয় করেছেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।