বাহক নিউজ় ব্যুরো: রবিবারে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ মাত্র ১৯ বছর বয়সেই গোল্ড ছিনিয়ে আনলেন জেরেমি লালরিনুঙ্গা। এই গেমসে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। উল্লেখ্য, মাত্র একদিন আগেই বার্মিংহামে প্রথম স্বর্ণ পদক জয় করেন মীরাবাঈ চানু। নিঃসন্দেহে ভারতবাসীর কাছে এটি ‘জোড়া স্বর্ণ খবর’। অপরদিকে, ওয়েট লিফটিং তথা ভারত্তোলনে বাকি সমস্ত পদক মিলিয়ে এই নিয়ে ভারতের ঝোলায় ৫টি পদক এলো।
আরও পড়ুন:বার্মিংহাম কমনওয়েলথে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়র জীবনকাহিনী
উল্লেখ্য, বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ জেরেমি লালরিনুঙ্গা রেকর্ড গড়েছেন। তিনি ৬৭ কেজি বিভাগে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করেছেন। এই বিভাগে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্কে দুই ক্ষেত্রেই মোট তিনবার প্রচেষ্টার মধ্যে সফল হন প্রথম দুইবার। প্রথমবারে স্ন্যাচে ও ক্লিন এন্ড জার্কে তিনি যথাক্রমে ১৩৬ কেজি ও ১৫৪ কেজি ভার তোলেন। এরপরে দ্বিতীয়বারে তিনি স্ন্যাচে ও ক্লিন এন্ড জার্কে তিনি যথাক্রমে ১৪০ কেজি ও ১৬০ কেজি ভার তোলেন। তারপরে তিনি তৃতীয়বার প্রচেষ্টাও করলেও, ভার তুলতে ব্যর্থ হন। এহেন, দ্বিতীয় প্রচেষ্টাই তাঁর সর্বোচ্চ ভার তোলেন। এই দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই মোট ৩০০ কেজির ভার তুলে একদিকে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন এবং অপরদিকে সোনা জেতেন।