বাহক নিউজ় ব্যুরো : বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি তিন দিন ধরে লাগাতার সোনু সুদের বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। তারপরই এই বলিউড অভিনেতা ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে বলে জানিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা।
আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে সোনু ও তার সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দেওয়ার প্রমাণমূলক নথি পাওয়া গেছে। এর পাশাপাশি বেশ কিছু ভুয়ো নথি পাওয়া গেছে যেখানে ভুয়ো বাসস্থানের এন্ট্রি, নগদ টাকার বিনিময়ে চেক ইস্যুর ঘটনা উঠে এসেছে। জানা গিয়েছে সম্প্রতি লখনৌ এর এক রিয়েল এস্টেট কোম্পানির সাথে হওয়া প্রপার্টি ডিলকে কেন্দ্র করেই তদন্ত চালানো শুরু করে আয়কর বিভাগ। বাড়ি, অফিস সহ মোট ছটি জায়গায় খানতল্লাশি করে তারা আর তারপরই এই অভিযোগ।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগে সোনুকে ‘দেশ কা মেন্টর’ প্রোজেক্টের মুখ হিসেবে নিযুক্ত করেছেন। কিছু রাজনীতিবিদের নেকনজরে থাকলে সোনু বরাবর বলে এসেছেন যে তিনি সমাজের কাজ নিজের জন্য করেন এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। তবে কেজরিওয়ালের সাথে বৈঠকের পরেই সোনু সুদের ‘আম আদমি পার্টি’-তে যোগদান নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। কিন্তু এক সাংবাদিক সম্মেলনে সোনু জানিয়েছিলেন ‘রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। এখনও অবধি রাজনীতিতে আসার কথা ভাবছি না’।