Uttarakhand Tunnel Collapse Update: ক্রমশ বাড়ছে উদ্বেগ! সুড়ঙ্গের অন্ধকারে প্রহর গুনছেন ৪০ জন শ্রমিক, ঠিক কী ঘটেছিল? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন শ্রমিককে (40 labourers trapped) উদ্ধারের কাজ চলছে জোরকদমে। এই উদ্ধারকাজে নরওয়ে এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে (Uttarakhand Tunnel Collapse Update)।

ঠিক কি ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ১২ই নভেম্বর ভোর ৪টে নাগাদ ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের একটি নির্মানাধীন টানেলে ধস নেমেছিল। জানা গেছে, এই গোটা টানেলটি (Tunnel) সাড়ে চার কিলোমিটার লম্বা। ধসের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশির পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল শুরু করে উদ্ধারকাজ। জাতীয় সড়ক উন্নয়ন কর্পোরেশনের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। টানেলের সামনের দিক থেকে ভিতরের দিকে প্রায় ১৫০ মিটার জমি ধসে পরে ওপর থেকে। এর ফলে আটকা পড়ে যান শ্রমিকরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কি ব্যবস্থা নেওয়া হয়েছে?

তিনদিন পরেও সেই শ্রমিকদের উদ্ধার করা যায়নি। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০ জনেরও বেশি শ্রমিক ধীর ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে একটি ৯০০ মিমি বড় পাইপ ঢোকান। আবার চিনিয়ালিসাউর হেলিপ্যাড থেকে ভারতীয় বিমান বাহিনীর (IAF) হারকিউলিস বিমানের মাধ্যমে দিল্লি থেকে আনা নতুন অগার ড্রিল মেশিন ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেলের মধ্যে শ্রমিকরা নিরাপদে রয়েছেন। তাঁদের অক্সিজেন, বিদ্যুৎ, ওষুধ, খাদ্য সামগ্রী এবং জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

উপস্থিত থাইল্যান্ডের উদ্ধারকারী সংস্থা

শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনতে থাইল্যান্ডের একটি উদ্ধারকারী সংস্থাকেও ডেকে পাঠিয়েছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। ২০১৮ সালের জুন মাসে থাইল্যান্ডের ‘থাম লুয়াং নাং নন’ (Tham Luang Nang Non) নামক একটি গুহায় বন্যার জলে ভেসে যাওয়ায় আটকে পড়েন ১২ জন ফুটবলার এবং তাদের কোচ। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও তাদের উদ্ধার করে এনে সারা বিশ্বে প্রশংসিত হয় থাইল্যান্ডের ওই উদ্ধারকারী সংস্থা। এইবার সেই সংস্থার অভিজ্ঞতাকেই উত্তরাখণ্ডে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: PM Kisan: ‘ইচ্ছে করে দেরি!’, ভোটের মুখে ‘পিএম কিষাণ’ ১৫-তম কিস্তি জারি করায় মোদী সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস

আরও পড়ুন: Ashneer Grover: অশনীর গ্রোভার ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ! তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)