5G Smartphone under 15000
5G Smartphone under 15000: সাধ্যের মধ্যে সাধ পূরণ! পকেট খরচ বাঁচিয়ে কিনুন 5G স্মার্টফোন, মাত্র ১৫,০০০ টাকায়! রইল তালিকা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজকাল বাজারে প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন (Smart Phone) লঞ্চ হচ্ছে। এসব ফোনে রয়েছে লেটেস্ট ফিচার। কোনো কোনো ফোনের ফিচার অনেক বেশি, তো কোনো ফোনের আবার চার্জিং ক্ষমতা বেশি। বর্তমানে দেশে ৫জি (5G) পরিষেবা শুরু হওয়ার সাথে সাথেই একাধিক ৫জি স্মার্টফোনও (5G Smartphone under 15000) লঞ্চ হয়েছে। আপনার বাজেট যদি মাত্র ১৫ হাজার টাকা হয় এবং আপনি ওই রেঞ্জে একটি ভাল ৫জি ফোনের সন্ধান করে থাকেন, তাহলে আজ আমরা আপনাদের পাঁচটি দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে বলতে চলেছি, যেই ফোন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে লেটেস্ট ফিচার (5G Smartphone under 15000)। আসুন জেনে নেওয়া যাক যে, বর্তমানের সেরা ৫টি ৫জি ফোনের ফিচারস, লুকস ও দাম সহ সম্পূর্ণ তথ্য।

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) :

এই তালিকায় সবার প্রথমে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি, যার দাম বর্তমানে ১৫,০০০ টাকা। এই স্মার্টফোনে আপনি ৯০এইচজেড এলসিডি ডিসপ্লে, ৫এনএম এক্সিনস ১৩৩০ এসওসি পাবেন, এছাড়া এই ফোনে আপনি ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন, এছাড়াও এই স্মার্টফোনটিতে খুব ভালো কানেক্টিভিটি পাওয়া যায় এবং ক্যামেরাও বেশ ভালো।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

5G Smartphone under 15000:
5G Smartphone under 15000: সাধ্যের মধ্যে সাধ পূরণ! পকেট খরচ বাঁচিয়ে কিনুন 5G স্মার্টফোন, মাত্র ১৫,০০০ টাকায়! রইল তালিকা, গ্রাফিক্স: বাহক

পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G):

তালিকার অপর স্মার্টফোনটি (Smart phone) হলো পোকো এক্স৫ প্রো ৫জি, যার বর্তমান মূল্য ২৫,০০০ টাকা। এই স্মার্টফোনে আপনি ১০৮এমপি প্রাথমিক পিছন দিকের ক্যামেরা পাবেন, এছাড়া পাবেন শক্তিশালী স্ন্যাপড্রাগন৭৭৮জি এসওসি। এতে রয়েছে ১২০এইচজেড এইচডআর ১০+ ডিসপ্লে। এই ফোনে আপনি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে এই ফোনটিতে।

ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G):

অপর একটি সাশ্রয়ী ফোনের নাম হলো ওয়ানপ্লাস ১১আর ৫জি, যার দাম শুরু হয় ৩৯,৯৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনটিতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর রয়েছে। এই ফোনে যেমন খুব দ্রুত চার্জিং হয় এবং তেমনই এই ফোনটিতে রয়েছে দারুন ক্যামেরা, এছাড়া এতে আপনি পাবেন ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে।

5G Smartphone under 15000
5G Smartphone under 15000: সাধ্যের মধ্যে সাধ পূরণ! পকেট খরচ বাঁচিয়ে কিনুন 5G স্মার্টফোন, মাত্র ১৫,০০০ টাকায়! রইল তালিকা, গ্রাফিক্স: বাহক

ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G):

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে আপনি পাবেন ১ লাখ টাকা দামের ফোনগুলির মতো ফিচারস। ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর যুক্ত এই ফোনটির দাম ৫৬,৯৯৯ টাকা। এই মোবাইলে আপনি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন এবং ফোনটি মাত্র ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ফোনটির ক্যামেরা বেশ ভালো, এছাড়া ডিসপ্লে যথেষ্ট ভালো।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি (Samsung Galaxy S23 Ultra 5G):

২০২৩ সালের সেরা স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি অন্যতম। আপনি যদি একটি ফোনে ১ লাখ টাকার বেশি খরচ করতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। অ্যাপলের আইফোন ১৪এর থেকেও ভালো হলো স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি ফোনটি। এই ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

আরও পড়ুন: Siavash Soabhani: পোড়া কপাল! আজীবন বাস করে ভোট দিয়েও ৬২ বছর বয়সী ডাক্তার ‘মার্কিন নাগরিক’ নন! জানুন বিস্তারে

আরও পড়ুন: Car Accident : ক্রেটা গাড়ির ধাক্কায় মৃত্যু এক ১০ বছরের বালকের, কীভাবে ঘটেছে? জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)