বাহক নিউজ় ব‍্যুরো: ফের বিস্ফোরণ আফগানিস্তানের কুন্দুজ শহরে বিস্ফোরণের জোরে প্রায় ১০০ জনের মৃত্যু হয়য়েছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে ৩৫ জনের মৃত্যু হয় হাসপাতালে ভর্তির পর।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন কুন্দুজ যে বিস্ফোরণ হয় তার জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অনেকেই আফগা নাগরিক নন। এই মৃতদের পরিচয় নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তালিবান মুখপাত্র।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও বোঝা সম্ভব হচ্ছে না কারণ এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে শতাধিক মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর এবং আহত হয়েছে আরো অনেক বেশি মানুষ। সন্দেহ করা হচ্ছে এই বিস্ফোরণের কাজটি ঘটিয়েছে জঙ্গী সংগঠন আইএসকে যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ওয়াকিবহাল মহলের মতে চরমপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে তীব্র মতবিরোধ রয়েছে তালিবানের, যে কারণে সংখ্যাগরিষ্ঠরা আফগানিস্তানে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বারবার শিয়াদের নিশানা করছে। আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে সংস্কৃতি ও তথ্য বিভাগের ডিরেক্টর মতিউল্লাহ রোহিনা এফপি সংবাদসংস্থার কাছে আত্মঘাতী হামলার ঘটনাটি নিশ্চিত করেন

আরও পড়ুন – আইপিএলে পরের মরসুমে ধোনি কি খেলবেন? মাহির উত্তর ঘনিয়ে দিল অনিশ্চিয়তার কালো মেঘ

মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর এটাই সবচেয়ে বড় রক্তাক্ত হামলা। জানা গিয়েছে বিস্ফোরণে সংখ্যালঘু সম্প্রদায়ের আরো কয়েকজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী দিনে ভয়ঙ্কর অস্থির পরিস্থিতি তৈরি হতে চলেছে তালিবান আফগানিস্তানে।