Bahok News Bureau : গতকাল সন্তোষপুরে নকশা ডিজাইন ইন্সটিটিউটে ছিল একদিন ব্যাপী মেকয়াপ কর্মসূচি।
সন্তোষপুরের সার্ভে পার্কের নিকটে এই ইন্সটিটিউটে গতকালের কর্মসূচির লক্ষ্য ছিল মেকয়াপ সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা দেওয়া। মূলত যাঁরা মেকয়াপ পেশাকে ভালোবাসেন, অথবা যাঁদের মেকয়াপ সম্বন্ধে সম্যক ধারণা নেই, তাঁদের জন্যই ছিল এই ওয়র্কশপ। অনুষ্ঠানে যদিও প্রথমে ৫০ জনের আসন ছিল, কিন্তু পরে আগ্রহীদের জন্য প্রায় ৯০ জনের আসন করতে হয়। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন নকশা ডিজাইন ও বিশিষ্ট মেকয়াপ শিল্পী অরিজিৎ সাহা।
আরও পড়ুন: অর্থ বড়ই শস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত!
নকশা ডিজাইনের স্রষ্টা শর্মিষ্ঠা শিকদার জানান, ‘আমরা মূলত চেষ্টা করি এই জেনারেশনের যুবদের স্কিল বাড়ানোর, তবে সেটা শুধুমাত্র মেকয়াপ নয়, এর সাথে সাথে ইন্টিরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, টেলরিং ও আরও অনেক কিছু।’ অনুষ্ঠান সম্বন্ধে জানান, ‘আমরা এই কর্মসূচিতে আশাতীত সাফল্য পেয়েছি। আমাদের লক্ষ্য ছিল, আগ্রহী মানুষের মনের মধ্যে মেকয়াপ সম্বন্ধে একটা প্রাথমিক ও সুস্পষ্ট ধারণা করার। উপস্থিত মানুষদের ফিডব্যাক দেখে মনে হয়, আমরা পেরেছি। খুব তাড়াতাড়ি আরও একটি কর্মসূচি করার পরিকল্পনা আছে।’
আরও পড়ুন: সিনেমা হলে বসে ভারত-পাক ক্রিকেট-যুদ্ধ, বড় পর্দায় খেলা দেখাবেন হল মালিকরা!
বিশিষ্ট মেকয়াপ শিল্পী অরিজিৎ সাহা জানান, ‘মানুষের মধ্যে মেকয়াপ সম্বন্ধে আগ্রহ বাড়ছে। মানুষ মেকয়াপকে শুধু নিজে সাজার জন্য না, বরং তাকে পেশা হিসাবে চাইছে, এটাই আনন্দের। অনুষ্ঠানে দারুন সাড়া পেয়েছি। আমি আপ্লুত’
সব মিলিয়ে নকশা ডিজাইনের পুরোধা শর্মিষ্ঠা শিকদার দাস ও অরিজিৎ সাহাদের এই কর্মসূচি আরও অনেক মানুষকে মেকয়াপ পেশাতে আগ্রহী করবে বলেই আশা করা যায়।
Published on Sunday, 28 August 2022, 1:47 pm | Last Updated on Monday, 29 August 2022, 7:14 am by Bahok Desk











