বাহক নিউজ় ব্যুরো: আবারও মূক ও বধির কিশোরী হল ধর্ষণের শিকার। এক যুবক এই অপরাধমূলক কাজে অভিযুক্তরূপে পাওয়া গেছে। জানা গেছে, ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। খড়গপুরের এই মামলা ইতিমধ্যে থানায় দায়ের হয়ে গেছে। আবার, অভিযুক্তের নাম ও পরিচয়ও জানা গেছে।

ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটলমেন্ট এলাকায়। ২৪ বছর বয়সী ধৃতের নাম অরবিন্দ ঘোষ। জানা গেছে, ১৫ বছরের নির্যাতিতা কিশোরী মাত্র ৭ বছর বয়সে তার মাকে হারিয়েছে। বাবা খোঁজ নেয় না, ফলত ঠাকুমা ও ঠাকুরদার অভাবের সংসারেই তাঁদেরকে বেঁচে থাকতে হয়। আবার, সেখানেই উল্টোদিকে যাওয়া-আসা করতো অরবিন্দ।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এরই মাঝে, কিশোরীর কাছে পরিচিত হয়ে ওঠে অরবিন্দ। সেই বিশ্বাসেরই সুযোগ নিয়ে শনিবার বিকেল ৪টে নাগাদ কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে বাইকে চাপিয়ে নিয়ে যায় প্রায় দেড়শো মিটার দূরে জি ময়দান রেলস্টেশনের উলটো দিকে অবস্থিত রেলের এক পাম্পহাউসে। সেখানেই সে কিশোরীর হাত-পা বেঁধে রেখে লাগাতার ধর্ষণ করতে থাকে। এদিকে, কিশোরী সময়মতো বাড়ি না ফেরার তল্লাশিও শুরু হয়ে যায়। তবে, পরে কিশোরী নিজেই কোনোরকমে নিজেকে বাঁধনমুক্ত করে রাত ১২টা নাগাদ উপস্থিত হয় বাড়িতে এবং ইশারায় সমস্ত ঘটনাটি বোঝায়। এরপরে, তার লিখিত অভিযোগের ভিত্তিতেই অরবিন্দকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।