বাহক নিউজ় ব্যুরো: সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং আমির খান। তার প্রধান কারণ হল আমিরের আগামী ছবি ‘লাল সিং চড্ডা’-র মুক্তির তারিখ প্রকাশ। আগামী বছর ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। তবে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে, আমির নাকি ফের বিয়ে করতে চলেছেন।
আমির ও কিরণের বিবাহবিচ্ছেদের পর বলিউডে জোর জল্পনা শুরু হয়েছিল। ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখ এর সঙ্গে সম্পর্কের জেরে আমির খানের সংসারে আগুন লাগে বলে গুঞ্জন ওঠে। এবার নতুন করে শোনা যাচ্ছে যে ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির পর এই বিয়ে করতে চলেছেন আমির খান । এমন পরিকল্পনা করেছেন অভিনেতা ব্যক্তিগত জীবনের ঘটনা যাতে সিনেমায় প্রভাব না ফেলে সেই জন্য । কিন্তু পাত্রী কে তা জানা যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি আমির খান।
এদিকে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির দিন নির্ধারণ করা হয়েছিল আসছে বড়দিনে। জানা গেছে বড়দিনে নয়, আগামী বছর ১৪ ই এপ্রিল সিনেমাটি মুক্তি পেতে চলেছে। শনিবার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।
টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গ্যাম্প’ অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন ‘সিক্রেট সুপারস্টার’ নির্মাতা অদ্বৈত চন্দন। এতে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও মোনা সিং। এর আগে আমির- করিনা জুটি ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ’ সিনেমায় কাজ করেছেন।
Published on Monday, 22 November 2021, 9:17 am | Last Updated on Monday, 22 November 2021, 9:17 am by Bahok Desk









