বাহক নিউজ় ব্যুরো: একের পর এক স্বর্ণপদকে ভরে যাচ্ছে ভারতের ঝোলা। বার্মিংহামে তৃতীয় স্বর্ণপদক পেল ভারত। এই পদক পাওয়া গেছে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির দৌলতে। বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ তৃতীয় স্বর্ণপদক জয় করলেন অচিন্ত্য শিউলি। এর আগে ভারতের জন্য স্বর্ণপদক জয় করেন মীরাবাঈ চানু, দ্বিতীয় স্বর্ণপদক জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে নেমে রেকর্ড মন্ধানার, পিছনে ফেললেন মিতালি ও বর্তমান অধিনায়ককে
অচিন্ত্য শিউলি বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ ৭৩ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। এই বিভাগেই তিনি তৃতীয় প্রচেষ্টায় সর্বোচ্চ ওজনের ভার তুললেন অচিন্ত্য এবং জয় করলেন সোনার পদক। তিনি স্ন্যাচে প্রথমবারে, দ্বিতীয়বারে ও তৃতীয়বারে যথাক্রমে ১৩৭ কেজি, ১৪০ কেজি ও ১৪৩ কেজি ভার তোলেন। অপরদিকে ক্লিন এন্ড জার্কে প্রথমবারে ১৬৬ কেজি ভার তোলেন। দ্বিতীয়বারে ১৭০ তোলার চেষ্টা করেন তিনি, কিন্তু ব্যর্থ হয়ে যান। তবে তিনি এরপরেও হাল ছাড়েননি। অবশেষে, ত্রিতিয়বারে ১৭০ কেজি ভার তুলেই ছাড়লেন তিনি। যার ফলে তাঁর মোট ভার তোলার পরিমাণ ৩১৩ কেজি। উল্লেখ্য, এই পরিসংখ্যানের ফলেই অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়লেন এবং ছিনিয়ে নিলেন বাংলার প্রথম ও ভারতের তৃতীয় স্বর্ণপদক।