বাহক নিউজ় ব‍্যুরো: সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় উত্ত্যক্তকারীদের কবলে পড়তে হয় হামেশাই। কিন্তু বিষয়টা যখন শুধু সোশ্যাল মিডিয়া আটকে থাকে না কিংবা ধর্ষণের বা খুনের হুমকির জায়গায় চলে যায় তখন তা মারাত্মক আকার ধারণ করে। এবার তেমনটাই ঘটলো অভিনেত্রী অরুণিমা ঘোষ এর সঙ্গে । অভিনেত্রীকে খুন ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন এক যুবক।

অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিনেত্রীর বাড়ির সামনে থেকেই এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের নাম মুকেশ সাউ। জানা গিয়েছে গড়ফা থানা এলাকার বাসিন্দা সে। ইতিমধ্যে নায়িকার নিরাপত্তা জোরদার করেছে লালবাজার।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অভিযোগ, অভিনেত্রী অরুণিমা ঘোষ কে গত কয়েকদিন ধরে উত‍্যক্ত করছে এক যুবক। তাঁকে শ্লীলতাহানির, খুনের হুমকি দেওয়া হচ্ছিল । অভিনেত্রী অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রের খবর এই যুবক কোন উদ্দেশ্যে এবং কেন অভিনেত্রীকে এভাবে ভয় দেখাতো, অরুনিমার ফোন নাম্বার পেল কোথা থেকে, বাড়ি কিভাবে চিনল-এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে অসংখ্য মোবাইল নাম্বার ব্যবহার করে অরুনিমা কে ফোন করতো অভিযুক্ত। ৩২ টি ফেক অ্যাকাউন্ট থেকে সে অরুনিমা কে খুনের হুমকি দিয়েছে । রবিবার অভিনেত্রী বাড়ির সামনে এসে তান্ডব শুরু করে, এরপর পুলিশের ফোন করেন অভিনেত্রী। কলকাতা পুলিশের গুন্ডা দমন বিভাগ শাখার আধিকারিকরা এসে গ্রেফতার করেন মুকেশ সাউ-কে।