Bahok News Bureau: চলতি বছরের ৩রা ডিসেম্বর রবিবার ভারতীয় জনতা পার্টির (BJP) তিনটি রাজ্য জয়ের পর থেকেই আদানির শেয়ারগুলোর পালে বাতাস লেগেছে। সোমবার থেকেই আদানি গ্রুপের স্টকগুলোর এই জয়যাত্রা শুরু হয়েছে। বর্তমানে আদানি গ্রুপ (Adani Group) ২০৩০ সালের মধ্যে গ্রুপের শক্তি পরিবর্তনের উদ্যোগে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। আজ অর্থাৎ বুধবার এই তথ্য জানিয়েছেন গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)।
আদানি বিবৃতিতে কী বলেছেন?
আদানি (Adani Group) বুধবার এক বিবৃতিতে বলেছেন যে, বিনিয়োগটি ২০৩০ সালের মধ্যে ৪৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা অর্জনের গ্রুপের দৃষ্টিভঙ্গি বাড়িয়ে তুলবে। তিনি আরো বলেন, “আমরা বৃহৎ আকারের নবায়নযোগ্য শক্তি, দেশীয় সম্পূর্ণ সমন্বিত উৎপাদন বাস্তুতন্ত্র এবং সবুজ হাইড্রোজেন দ্রবণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ২০৩০ সালের মধ্যে আমাদের শক্তির স্থানান্তর উদ্যোগে ৭৫ বিলিয়ন ডলারের মোট বিনিয়োগ ২০৩০ সালের মধ্যে আমাদের ৪৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ধারণক্ষমতাকে এগিয়ে নিয়ে যাবে।
এটি ভারতকে ডিকার্বনাইজ করার পথে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের (AGEN) এর ভূমিকাকে শক্তিশালী করবে।” আদানি গ্রিন এনার্জি লিমিটেডের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে। আমেরিকায় অবস্থিত মারকম ক্যাপিটাল গ্রুপের সর্বশেষ বার্ষিক বৈশ্বিক প্রতিবেদনে আদানি গ্রিন এনার্জি লিমিটেড দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল সোলার পিভি ডেভেলপার হিসেবে আবির্ভূত হয়েছে। এর পুনর্নবীকরণযোগ্য শক্তি পোর্টফোলিও হল ৮.৪ গিগাওয়াট, যা ভারতে সবচেয়ে বেশি। এটি ১২টি রাজ্য জুড়ে বিস্তৃত। গত এক সপ্তাহ থেকে আদানির শেয়ারের দাম অসাধারণভাবে বেড়েছে। আজ বুধবারও আদানির শেয়ারে বৃদ্ধি দেখা গেছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরে এই সংস্থাগুলির শেয়ার দরের বিপুল পতন হয়েছিল। তার পর থেকে এই প্রথম তাদের মিলিত শেয়ারমূল্য ১২ লক্ষ কোটি টাকা পার করল। ফের বিশ্বের আর্থিক বাজারে (World Economy) ভারতের জয়জয়কার। আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে আরও কয়েক ধাপ ওপরে উঠে আসবে ভারত (Indian Economy) এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ফিন্যান্স রেটিং সংস্থা এসঅ্যান্ডপি (S&P)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।