বাহক নিউজ় ব্যুরো: আইসিইউ থেকে বেরিয়ে এসেই মাঠে নেমে ৫২ বলে ৬৭ রান করেছিলেন পাকিস্তানি ব্যাটার মহম্মদ রিজওয়ান। নিজেকে নিংড়ে দিয়েছিলেন দেশের জন্য।

সেমি ফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও রিজওয়ানের অন্যবদ্য ইনিংসটি ক্রিকেট প্রেমীরা অনেকদিন মনে রাখবেন। মনে রাখবেন কেবল কিছু ভালো শটের কারণে নয়, ইনিংসটির পিছনের ঘটনাটির কারণেও। ৩৫ ঘন্টা আইসিইউতে কাটিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। ম্যাচের আগের দিন জানা গিয়েছিল রিজওয়ান এবং শোয়েব মালিক ফ্লু-তে আক্রান্ত। আইসিইউ থেকে বেরিয়ে প্র্যাকটিস ছাড়াই সেমি ফাইনালে মাঠে নেমেছিলেন দুই ক্রিকেটার। দেশের প্রতি রিজওয়ানের দায়বদ্ধতাকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট প্রেমীরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রিজওয়ানের চিকিৎসা করেছিলেন একজন ভারতীয় পালমোনোলজিস্ট শাহির সাইনালাবদীন। ডাক্তার জানান প্রবল যন্ত্রণা সহ্য করেও রিজওয়ান মাঠে নামতে চেয়েছিলেন। ভারতীয় ডাক্তার বলেন, “রিজওয়ান প্রচন্ড ফোকাসড ছিল এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিল। সেমিফাইনাল খেলার বিষয়ে ও আগ্রহী এবং আত্মবিশ্বাসী ছিল। ক্রীড়াবিদ হিসেবে ওর ফিটনেস এবং সহ্যশক্তি ওর সুস্থ হওয়ার পিছনে প্রধান ভূমিকা নেয়।