বাহক নিউজ় ব্যুরো: সুব্রত মুখার্জীর গতকাল রাতে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের পর কিছু প্রশ্ন উঠে আসছে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। বর্ষীয়ান তৃণমূল নেতার আইনজীবী মনিশঙ্কর মুখোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, “জুনিয়র ডাক্তাররা এসে পাম্প করছিলেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিত্সকরা ছিলেন না। যখন ব্যথা হচ্ছিল, কিন্তু বিশেষজ্ঞরা কেউ ছিলেন না।”
মনিশঙ্কর বাবুর অভিযোগ সত্যি হলে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। যেমন, তাহলে কোথায় ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা? সরকারি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের পরিকাঠামো কি উপযুক্ত নয়? সন্ধ্যাবেলায় কি সিনিয়র চিকিৎসকেরা থাকেন না? যদি অন্যদিন থেকে থাকেন তবে ওইদিন কেন ছিলেন না? কালীপুজোর সন্ধ্যা বলে? এরকমই আরো কিছু প্রশ্ন করছেন সুব্রত বাবুর কাছের মানুষেরা।
সুব্রত মুখার্জীর আইনজীবীর দাবি অস্বীকার করছে না এসএসকেএম কর্তৃপক্ষ। ঘটনার কথা স্বীকার করে নিয়ে তাঁরা বলছেন,গতকাল সন্ধ্যাবেলায় মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা কেউ ওয়ার্ডে ছিলেন না। অবশ্য গতকাল সন্ধ্যায় সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে এসেছিলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক। তখন কোনো ইঙ্গিত না পেয়ে আর আসেননি বিশেষজ্ঞরা। বরং বলেছিলেন, সুব্রত মুখোপাধ্যায় অনেকটাই সুস্থ আছেন। এমনকি শুক্রবার অর্থাৎ আজ সুব্রত বাবুকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন তাঁরা।
তিনদিন আগে হাসপাতালে আসার সময় সুব্রত বাবুর হৃদপিন্ড ঠিক মতো কাজ করছিল না। এরপর স্টেইন বসানো হয়। পর্যবেক্ষণে রেখে দেখা যায় মঙ্গল ও বুধবার হৃদপিণ্ডের ছন্দ ঠিকঠাক আছে। সেই কারণে এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসকেরা কিছুটা নিশ্চিত হয়েছিলেন।
বিশেষজ্ঞরা বলেছেন সুব্রত বাবুর হৃদপিণ্ডের মাংসপেশি আগে থেকেই বেশ খানিকটা দুর্বল ছিল, তাই এরকমটা ঘটে গিয়েছে। এসএসকেএম কর্তৃপক্ষ চিকিৎসার খামতি মেনে নিচ্ছেন না, বলছেন গতকাল সন্ধ্যা ৬:৪৫ নাগাদ বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেরিয়ে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন।
Published on Friday, 5 November 2021, 11:30 pm | Last Updated on Friday, 5 November 2021, 11:30 pm by Bahok Desk









