বাহক নিউজ় ব্যুরো: এক ডানপন্থী সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হল অবমাননার মামলা। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘুষ নেন, পক্ষপাতিত্ব করেন, স্বজনপোষণ করেন, এই অভিযোগ করেন অভিযুক্ত ডানপন্থী সাংবাদিক অজিত ভারতী। এই সাংবাদিকের বিরুদ্ধেই অবমাননার মামলা দায়েরের সমর্থনে সম্মতি দিলেন এজি (অ্যাটর্নি জেনারেল)। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের অবমাননার মামলা দায়েরের জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়োজন হয়।
আইনজীবী কৃতিকা সিং অজিত ভারতীর একটি ভিডিওর উল্লেখ করে চলতি বছরে জুলাই মাসে ১ তারিখে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালকে ওই চিঠিটি লিখেছেন। ওই ভিডিওটি দেখা হয়েছে ১.৭ লক্ষ বার। কৃতিকা সিং তাঁর আবেদনপত্রে ভিডিওটির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ভিডিওটি অবমাননাকর। এই আবেদনপত্রের উত্তরেই অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল সম্মতি জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মামলা প্রসঙ্গে বলেছেন, “আদালতের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ আদালতের কৃতিত্বের ওপরে সন্দে তৈরি করবে। এর ফলে ন্যায় বিচার প্রশাসনে খারাপ প্রভাব পড়বে।
বিতর্কিত ওই ভিডিওটিকে আসল ভিডিও মেনে নিয়ে বেণুগোপাল বললেন, “অজিত ভারতীর কর্তৃক পোস্ট করা ভিডিওটির বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই অবমাননার মামলা শুরু করার ব্যাপারে আমার সম্মতি দিয়ে কোনো সমস্যা নেই”। উল্লেখ্য, অজিত ভারতীয় বর্তমানে ইউটিউবে নিজের ভিডিও পোস্ট করে। পূর্বে, তিনি একসময় এক ডানপন্থী নিউজ পোর্টাল অপ ইন্ডিয়ার হিন্দি বিভাগে সম্পাদক হিসাবে কাজ করতেন।