বাহক নিউজ় ব্যুরো: পঞ্জশির ছিল আফগানদের শেষ ভরসাস্থল। আফগানিস্তানের অন্যান্য প্রদেশ দখল করলেও পঞ্জশির দখল করতে বেশ বেগ পেতে হয়েছিল তালিবানদের। যদিও পঞ্জশিরের অধিকাংশ এলাকা তালিবানরা দখল করে ফেলেছে- একথা মানতে নারাজ নর্দান অ্যালায়েন্স। পঞ্জশিরের মুখপাত্র আলি নাজারি এদিনও তাদের লড়াই জারি রাখার কথা বললেন, সঙ্গে বললেন তালিবানকে আফগানিস্তান থেকে সরাতে আমেরিকান লবিস্ট রবার্ট স্ট্রিকের সাথে চুক্তি করেছে নর্দান অ্যালায়েন্স।
আফগানিস্তানের মসনদ থেকে তালিবানকে সরাতে এবার আমেরিকার সমর্থন আদায়ে তৎপর হল নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ মাসুদ। তালিবান বিরোধী জোটে আমেরিকার সমর্থন পেতে রবার্ট স্ট্রিক নামে এক লবিস্টের সঙ্গেও চুক্তি করেছেন তিনি। শুধু পঞ্জশিরের মুখপাত্র একথা জানিয়েছে এমনটা নয়, আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’ এই চুক্তির কথা প্রকাশ করেছে। ‘নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদনে বলা হয়েছে, নর্দান অ্যালায়েন্সকে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রভান্ডার পাইয়ে দেওয়ার কাজটি করবেন লবিস্ট রবার্ট স্ট্রিক। মাসুদের পক্ষে কথা বলে বাইডেন প্রশাসনকে ‘প্রভাবিত’ করতে চেষ্টা করবেন তিনি। অতীতেও এরকম কাজ করেছেন তিনি। লবিস্ট হিসেবে কাজ করেছেন কঙ্গোর প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গেও। আধুনিক অস্ত্রভাণ্ডার নর্দান জোটকে পেতে সাহায্য করা ছাড়াও রবার্ট স্ট্রিকের কাজ হবে আমেরিকার প্রশাসন কোনোভাবেই যাতে তালিবানদের স্বীকৃতি না দেয়, সে বিষয়টি দেখা।
একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে পঞ্জশির প্রদেশ তালিবানদের দখলে চলে এসেছে। কিন্তুু এখনও সেটি মানতে রাজি নয় আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান অ্যালায়েন্স। বরং জানা যাচ্ছে, ওয়াশিংটনের ‘আফগানিস্তান-আমেরিকান গণতান্ত্রিক শান্তি ও সমৃদ্ধি পর্ষদ’ তালিবান বিরোধী জোটের সমর্থনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে।
Published on Friday, 17 September 2021, 11:59 am | Last Updated on Friday, 17 September 2021, 11:59 am by Bahok Desk









