Bahok News Bureau: শুরু হয়ে গেছে এআই যুদ্ধ (AI War)। এআই-এর বাজারে চ্যাটজিপিটি (ChatGPT) সবে আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। এরই মধ্যে সেই বাজারে থাবা বসাতে আসছে গুগলের বার্ড (Bard)। সোমবারে গুগলের (Google) তরফে ঘোষণা করা হয় যে, জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-এর প্রতিদ্বন্দ্বীতা করতে ময়দানে নামছে গুগলের বার্ড এআই (Bard AI)।
আরও পড়ুন: Bone Marrow: হাসপাতালে বাড়ল বোন ম্যারো ইউনিটের ক্যাপাসিটি, করা হল দ্বিগুণ
এখনও পর্যন্ত যদিও বাজারে বার্ডের লঞ্চ করা হয়নি গুগলের তরফে। গুগলের এই এআই এখন আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী কিছু সপ্তাহে ‘বার্ড’ (Bard) বাজারে এলেও তা জনসাধারণের জন্য উপলব্ধ হবে না। শুধুমাত্র, কিছু বিশ্বস্ত পরীক্ষকরাই বার্ড এআই ব্যবহার করতে পারবেন। গুগল সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai) এক বিশেষ ঘোষণা করার মাত্র এক দিনের মাথায় খবরটি প্রকাশ্যে আসে। সুন্দর পিচাই বলেছিলেন, “সার্চে সহযোগীতার জন্য টেক জায়ান্ট গুগল এবার চ্যাটজিপিটি-র প্রতিদ্বন্দ্বী (Rival of ChatGPT) আনতে চলেছে”।
বার্ড লঞ্চ হয়ে গেলে গুগলের হোমপেজ (Google Homepage) পেয়ে যাবে এক নতুন রূপ। দাবি করা হয়েছে, গুগলের হোম পেজের নতুন রূপে ‘চ্যাট ভিত্তিক সার্চ ফাংশান’ (Chat Based Search Function) কার্যকরী হওয়ার ফলে নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন গুগল ব্যবহারকারীরা (Google Users)।
উল্লেখ্য, বার্ড বাজারে নতুন নয়। এর আগমন ঘটেছে প্রায় দুইবছর আগে। এই এআই ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপ করেছে গুগলই। এলএএমডিএ (LaMDA) তথা ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপলিকেশনস (Language Model for Dialogue Applications) দ্বারা পরিচালিত হয় বার্ড। চ্যাটজিপিটিও এক বৃহৎ মাপের ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা তৈরি। বর্তমানে, এই এইআই-এর ‘চ্যাট ভিত্তিক সার্চ ফাংশান’ দৌলতে বহু ব্যবহারকারী খুবই তাড়াতাড়ি তাঁদের প্রশ্নের উত্তর পেয়ে যান।