বাহক নিউজ় ব‍্যুরো : মায়ের মৃত্যু হয়েছিল ১৫ মাস আগে। কিন্তু পেনশনের টাকা পাবার লোভে মায়ের মৃত্যুর খবর গোপন রেখেছিল ছেলে, শুধু তাই নয় মায়ের মরদেহ ও লুকিয়ে রেখেছিল ছেলে। নিজের কোনো রোজগার না থাকায় মায়ের পেনশনের টাকায় দিব‍্যি চলছিল। কিন্তু শেষরক্ষা হলনা, ধরা পড়ে গেল ছেলে।

ঘটনা ঘটেছে অজিয়ায়। ৮৯ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয় গত বছর জুনে। তারপ‍র মায়ের মৃত্যুর তথ‍্য ও লাশ গোপন করে একবছরের বেশী সময় ধরে পেনশনের টাকা নিতে থাকে ছেলে। অবশেষে ধরা পড়ে যায় তার প্রতারণা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা যায়, স্থানীয় পোস্ট‌অফিসে নতুন ডাকপিয়ন আসার পরেই ধরা পড়ে ঘটনাটা। নতুন ডাকপিয়ন বৃদ্ধার বাড়ি চলে যান পেনশনের অর্থ দিতে। তিনি ওই বৃদ্ধার সাথে দেখা করতে চাইলে অস্বীকার করে ছেলে। এরপর‌ই ডাকপিয়ন ওপরমহলে বিষয়টি জানালে তদন্ত শুরু হয় এবং সব সত‍্যি সামনে আসে।

ওই বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে মনে করছে ওই দেশের পুলিশ। পুলিশ জানিয়েছে মায়ের মৃত‍্যুর পর থেকে ধরা পড়ার আগে অবধি পেনশনের প্রায় ৫০ হাজার ইউরো ওই ৬৬ বছর বয়সী ছেলে তুলে নিয়েছে।

অজিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ওআর‌এফকে পুলিশ জানিয়েছে ওই ছেলে মরদেহের পচন ও দুর্গন্ধ ছড়ানো বন্ধের জন‍্য নানারকম কৌশল ব‍্যবহার করেন, যারফলে মৃতদেহটি মমির মতো হয়ে গিয়েছিল । তিনি মৃতদেহটি বাড়ির বেসমেন্টে লুকিয়ে রেখেছিলেন।

ধরা পড়ার পর ওই ব‍্যক্তি সবকিছু স্বীকার করে নিয়েছে বলে জানা গেছে। মায়ের মৃত্যুর খবর পরিবারের সদস‍্যদের কাছে লুকিয়ে গিয়েছিলেন তিনি। তার ভাইকে জানান, মা হাসপাতালে চিকিৎসাধীন।