বাহক নিউজ় ব্যুরো: ইতিহাসের পুনরাবৃত্তি! নিলামে জিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স। ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনে নিল টাটা গোষ্ঠী ।এয়ার ইন্ডিয়ার মালিকানা পাওয়ার পরেই টুইট করেন রতন টাটা ‘Welcome Back Air India’
ঋণের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার দরপত্র হেঁটেছিল কেন্দ্রীয় সরকার। শেষদিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী। দরপত্র জমা দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তারা। নিলামের পর এয়ার ইন্ডিয়ার মালিকানা পাকাপাকিভাবে চলে গেল টাটাগোষ্ঠীর হাতে।
প্রসঙ্গত স্বাধীনতার আগে ১৯৩২ সালে যাত্রা শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্সের। ১৯৪৬ সালে এই সংস্থার নাম হয় এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সালে তার কাছ থেকে এই উড়ান সংস্থা অধিগ্রহণ করে নেয় কেন্দ্র। যদিও ১৯৭৭ পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান পদে ছিলেন জেআরডি টাটা।
তবে বর্তমানে দেনার দায়ে ভুগছিল এয়ার ইন্ডিয়া । জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেন ১৫ই সেপ্টেম্বরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ এর দরপত্র জমা দিতে হবে। শেষ দিনে দরপত্র জমা দেয় টাটাগোষ্ঠী।
আরও পড়ুন – অংশুর নজির! বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ভারতীয় মহিলা
এর আগে ২০০৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬% অংশীদারি বিক্রির চেষ্টা করেছিল কিন্তু সেই সময় কোনো ক্রেতা পাওয়া যায়নি । এবারের নিলামে জোর টক্কর দিয়েছিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং। তবে গত সপ্তাহ থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল টাটা গোষ্ঠীই জয়ী হতে পারে। শুক্রবার ফলাফল ঘোষণা করে সেই খবরেই শীলমোহর লাগালো কেন্দ্র।
একসময় এয়ার ইন্ডিয়া ফিরে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রতন টাটা। সেই স্বপ্নই পূর্ণতা পেল।
Welcome back, Air India 🛬🏠 pic.twitter.com/euIREDIzkV
— Ratan N. Tata (@RNTata2000) October 8, 2021
Published on Saturday, 9 October 2021, 1:17 am | Last Updated on Saturday, 9 October 2021, 1:17 am by Bahok Desk









