Aligarh Muslim University Viral Video
Aligarh Muslim University Viral Video: স্ট্রেচার মেলেনি! অটো নিয়ে সোজা এমারজেন্সি বিভাগে রোগীর পরিবার, ইউপির মেডিকেল কলেজের কাণ্ডে হতবাক দেশবাসী, জানুন আসল কারণ, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) জওহরলাল নেহরু (JN) মেডিকেল কলেজে এক গুরুতর অসুস্থ রোগীকে তার পরিবারের সদস্যরা একটি অটোতে করে নিয়ে হাসপাতালের জরুরি কক্ষে পৌঁছেছিল। জেএন মেডিক্যাল কলেজের গাফিলতি এমনই যে, দীর্ঘ সময় পার হলেও স্ট্রেচার পাননি রোগী। এতে ক্ষিপ্ত হয়ে অটো সহ রোগীকে নিয়ে জরুরি বিভাগে প্রবেশ করেন পরিবারের সদস্যরা (Aligarh Muslim University Viral Video)। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।

কী ঘটেছে?

সম্প্রতি, উত্তরপ্রদেশের (UP) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহর নেহরু মেডিকেল কলেজের জরুরি ওয়ার্ডের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যায় যে, একটি অটোকে ওয়ার্ডের ভিতরে দেখা যায়। বলা হচ্ছে, রোগীকে হাসপাতালে নিয়ে আসার জন্য স্ট্রেচার না পাওয়ায় পরিবারের সদস্যরা রোগীকে শেষপর্যন্ত অটোতে বসিয়েই সরাসরি হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যান।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আসল কারণ কি?

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রক্টর প্রফেসর হাশমত (Hashmat) বলেন, রোগীকে অটোতে করে জেএন মেডিকেল কলেজের জরুরি কক্ষে নিয়ে যাওয়ার বিষয়টি তার নজরে এসেছে। এই বিষয়ে যখন সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলা হয়, তখন তারা জানান, রোগীকে একটি অটোতে করে নিয়ে আসা হয়েছে এবং রোগীর দুই পায়েই ফ্র্যাকচার ছিল। মেডিকেল কলেজের জরুরি কক্ষে (Emergency Ward) রোগীদের উপচে পড়া ভিড় ছিল। তাই রোগী সেখানে স্ট্রেচার পাননি। এরপর মেডিক্যাল ইমার্জেন্সিতে নিয়োজিত চিকিৎসকদের অনুমতি নিয়ে অটোতে বসা রোগীকে অটোসহ জরুরি কক্ষের ভেতরে নিয়ে যাওয়া হয়, যাতে সঠিক সময় রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন: Henry Kissinger: শতবর্ষে প্রয়াত নোবেলজয়ী কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার, বিশ্ব রাজনীতির রূপরেখা রাখতেন নিয়ন্ত্রণে! কে ছিলেন তিনি? জানুন বিস্তারে

আরও পড়ুন: US Family Murder Case: হাড়হিম করা ঘটনা আমেরিকায়! ২৩ বছর বয়সী ভারতীয় ছাত্রের হাতে খুন পুরো পরিবার! বেঁচে নেই দাদা-দাদি-কাকা কেউই

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)