Table of Contents
Bahok News Bureau: খুব শীঘ্রই শুরু হবে চন্দ্রযান-৪ (Chandrayaan 4) মিশন! চন্দ্রপৃষ্ঠে সূর্যালোক ফেরত এলেও এখনও পর্যন্ত ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের কাছ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায়নি। এরপরেই ২রা সেপ্টেম্বর তারিখে ইসরো (ISRO) ল্যান্ডার ও রোভারকে পুনরায় স্লিপমোডে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, চন্দ্রযান-৩ থেকে পাওয়া সমস্ত তথ্যকে পরবর্তী চন্দ্রযান অভিযানে ব্যবহার করা হবে। এর থেকে বোঝাই যাচ্ছে, চন্দ্রযান-৪ এর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
ইসরোর পরবর্তী অভিযানের নাম কী?
What is ISROs next mission?
ইসরোর পরবর্তী অভিযান হল চন্দ্রযান-৪ অভিযান।
লুপেক্স কী?
What is LUPEX?
চন্দ্রযান-৪ (Chandrayaan 4) অভিযান বর্তমানে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন (LUPEX) নামে পরিচিতি লাভ করেছে। সূত্রের খবর অনুযায়ী, চন্দ্রযান-৪ (Chandrayaan 4) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ও জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (Japan Aerospace Exploration Agency) যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হবে। কেন পাঠানো হবে চন্দ্রযান-৪? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
লুপেক্সের উদ্দেশ্য:
Purpose of LUPEX
১. লুপেক্সের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে একটা ল্যান্ডার ও একটি রোভার পাঠানো।
২. এছাড়াও জলের উৎসের খোঁজ করা এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
৩. একইসঙ্গে মেরু এলাকায় জলের প্রাচুর্য ও দীর্ঘস্থায়ী স্টেশন স্থাপন করার সম্ভাবনা যাচাই করাও হবে এর কাজ।
লুপেক্স কবে উৎক্ষেপণ করা হবে?
Launch Date of LUPEX
আশা করা হয়েছে, লুপেক্স অর্থাৎ চন্দ্রযান-৪ ২০২৬ সালের আগে উৎক্ষেপণ করা হবে।
লুপেক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
Important Notes on LUPEX
১. ২০১৭ সালের ডিসেম্বর মাসে লুপেক্স নিয়ে আলোচনা শুরু হয়।
২. ইসরো (ISRO) ও জাক্সা (JAXA) এই দুই সংস্থা যৌথভাবে চন্দ্রপৃষ্ঠে জলের উৎসের খোঁজ করবে। উল্লেখ্য, চন্দ্রযান অভিযান ইতিমধ্যে চাঁদে জলের উপস্থিতির কথা জানিয়ে দিয়েছে।
৩. ২০১৯ সালে জাক্সার (JAXA) তরফে জানানো হয় যে, তারা এই চন্দ্র অভিযানের জন্য রকেট (H3 launch vehicle) ও রোভার দেবে। এদিকে এই অভিযানে ল্যান্ডার দেবে ভারত।
৪. রোভারে ব্যবহৃত পর্যবেক্ষণকারী যন্ত্রপাতিগুলো নাসা (NASA) ও ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) তৈরি করবে।
৫. এই চন্দ্র অভিযান ৬ মাস যাবৎ চলবে।
৬. চন্দ্রযান-৪ এর অবজার্ভেশনাল ডেটা ও এক্সপেরিমেন্টের সহায়তায় চাঁদে উপস্থিত জলের উৎস খোঁজ করা হবে।
আরও পড়ুন: Chandrayaan-3 Launch: চন্দ্রযান-৩ উৎক্ষেপণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন? কখন, কোথায় হবে? চন্দ্রপৃষ্ঠে কবে অবতরণ করবে? জানুন সবকিছু এক ক্লিকে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।