বাহক নিউজ় ব্যুরো: সারারাত টানটান উত্তেজনা। রহস্য, রোমাঞ্চে ভরা সবটা। কত টাকা? কত সোনা? আর কী কী! অবশেষে বেলঘরিয়ার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৩ কেজির বেশি সোনা, বহুমূল্য রুপোর কয়েন। সঙ্গে ২৭ কোটি ৯০ লক্ষ নগদ, কোটি কোটি টাকার জমির দলিল উদ্ধার হলেও সেখানেই থেমে নেই সবটা।
ইডি সূত্রে খবর, এসবের পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাট থেকে মিলেছে দুটি সেক্স টয়! যা অর্পিতার কি না, সেই বিষয়ে নিশ্চিত না হলেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল শীর্ষ নেতা, রাজ্যের বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাটেই উদ্ধার হয়েছে এগুলি। যা ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে ইডি। আইন অনুযায়ী, উদ্ধার হওয়া সবকিছুই আদালতে জানাতে হয়। ইডির তরফে আদালতে জানানোর সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড প্লাজার বিলাসবহুল ফ্ল্যাটে প্রায় ২২ কোটির নগদ, কয়েক লক্ষ টাকার সোনা, জমির দলিল উদ্ধারের পর একের পর সম্পত্তির হদিশ পায় ইডি। বোলপুরে একাধিক বাড়ি। বারুইপুরের বাগান বাড়ি। পশু হাসপাতালের জমি। একাধিক ফ্ল্যাট। গাড়ি। সোনা। কলেজ। স্কুল। পরিমাণটা কয়েকশো কোটি ছাড়ানোর ইঙ্গিতের মধ্যেই বুধবার বিকেলে বেলঘরিয়ায় পৌঁছন ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। টাকা গণনার মেশিন আনেন ব্যাংক আধিকারিকরা। ভোট গণনার মতো টাকার পরিমাণ বাড়তে শুরু করে। রাতভর নাটকীয় অবস্থার পরে জানা যায়, বিপুল মূল্যের সোনা, কয়েক হাজারের রুপোর কয়েনের পাশাপাশি উদ্ধার হয়েছে ২৭.৯০ কোটি নগদ।