Table of Contents
Bahok News Bureau: যেন চমৎকার! বিমান দুর্ঘটনার পরেও জীবিত অবস্থায় গত শুক্রবারে তথা ৯ই জুন তারিখে পাওয়া গেল ৪ শিশুকে। তাও আবার ১-২ দিন পরে নয়, দুর্ঘটনা ঘটার প্রায় ৪০ দিনের মাথায়। এই ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার অ্যামাজন জঙ্গলে (amazon plane crash 2023)। চার জনের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনাস্থলেই শিশুদের মা প্রাণ হারিয়েছেন। বিমানে আরও দুই প্রাপ্ত বয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন। ৪ শিশু ব্যতীত আর কেউ বাঁচেনি এই দুর্ঘটনায়।
দুঘটনাগ্রস্ত বিমানের অবস্থা শিহরণ দেওয়ার মতো। দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের সামনের অংশ। এই দুর্ঘটনায় যেখানে কোনো প্রাপ্ত বয়স্কই বেঁচে নেই, সেখানে ৪ শিশুর দুর্ঘটনায় বেঁচে গিয়ে (4 children found in amazon) আরও ৪০ দিন টিকে থাকার ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে।
■ বিমান দুর্ঘটনার কারণ কী?
দাবি করা হয়েছে, এই দুর্ঘটনাটি মূলত ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে হয়েছে। দুর্ঘটনার সময়ে বিমানে চার ভাইবোন (How old are the kids found in the Amazon?) ছিল। বয়স যথাক্রমে ১১ মাস, ৪, ৯, ও ১৩ বছর। এছাড়াও শিশুদের মা ও দুই বিমান চালক ছিলেন। জানা গেছে, চার শিশু ও তাদের মা আরারাকুয়ারার অ্যামাজোনিয়ান গ্রাম থেকে গুয়াভিয়ারের স্যান হোসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিন্তু, তাঁদের সেই যাত্রা আর সম্পূর্ণ হয়নি। অ্যামাজন চিরহরিৎ বনাঞ্চলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে যায় বিমানটি।
■ কবে হয়েছিল বিমান দুর্ঘটনা?
বিমান দুর্ঘটনাটি ঘটেছিল চলতি বছরে ১লা মে তারিখে। সেস্না সিঙ্গেল ইঞ্জিন প্রপেলার বিশিষ্ট বিমানটি মোট ৬ যাত্রীকে নিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং কলম্বিয়ার চিরহরিৎ বনাঞ্চল অ্যামাজনে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল উদ্ধারকার্যে নেমে পড়ে। দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে তথা ১৬ই মে তারিখে তাঁরা দুমড়েমুচড়ে যাওয়া বিমানটিকে খুঁজে পান। দুর্ঘটনাগ্রস্ত বিমানের আশেপাশে মোট তিনজনের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু বিমানের আশেপাশে চার ভাইবোনকে কোনোভাবেই পাওয়া যায়নি।
তবে এর থেকে মনে আশা জাগে যে, শিশুরা বেঁচে থাকতে পারে। এরপরেই ১৫০ সেনার এক বিশাল বাহিনী অনুসরণকারী কুকুরদের নিয়ে শিশুগুলোর খোঁজে বেরিয়ে পড়ে। এই অনুসন্ধানকার্যে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন আদিবাসী উপজাতিরাও।
■ ঠিক কীভাবে খুঁজে পাওয়া গেল শিশুদের?
পাইলট ও শিশুদের মাকে চিহ্নিত করার পরে উদ্ধারকারী দল প্রচেষ্টায় একটুও অভাব না রেখে শিশুদের উদ্ধারে নেমে পড়ে। প্রথম দিকে উদ্ধারকারী দলের সদস্যরা শিশুদের পরিণতির কথা ভেবে আতঙ্কিত অনুভব করেছিল। পরবর্তীকালে জঙ্গলে মানুষের পায়ের ছোট ছোট ছাপ ও খাবলানো ফল দেখে তাঁদের মনে শিশুদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা জাগে। (How did 4 children survive in the Amazon?)
● প্রথমে তাঁরা ঘটনাস্থলের আশেপাশে অস্থায়ী আশ্রয়, চুলে বাঁধার ফিতা ও একটি কাঁচি খুঁজে পান।
● এরপরে উদ্ধারকারী দল আরও একটি স্থান খুঁজে পান যেখানে একটা ধাতুর সরু টুকরো দেখতে পাওয়া যায়। ভালোভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় যে, ধাতুর টুকরোটি মোবাইল ফোনের অংশ ছিল।
● এরপরে জঙ্গলের বিভিন্ন স্থানে কিছু বন্য ফল কামড়ানো অবস্থায় পাওয়া যায়। এই খাবলানো ফল দেখে উদ্ধারকারী দলের মনে শিশুদের বেঁচে থাকার আশা জাগে।
● হুইতোতো (Huitoto) আদিবাসী গোষ্ঠীর সদস্যরা দাবি করেছেন যে, হারানো শিশুদের দলে উপস্থিত থাকা বয়সে অপেক্ষাকৃত বড়োদের ফল সংক্রান্ত উপস্থিত জ্ঞানবুদ্ধি ওই দুর্গম পরিবেশে তাঁদেরকে বেঁচে থাকতে সাহায্য করেছে।
■ উদ্ধার করার পরে শিশুদের কী করা হল?
উদ্ধার করার পরে শিশুদেরকে কলম্বিয়ার (Colombia) রাজধানী বোগোটায় (Bogota) পাঠিয়ে দেওয়া হয়, যাতে তাঁরা প্রয়োজনীয় সেবাশুশ্রূষা পায়। প্রেসিডেন্ট পেট্রো এই প্রসঙ্গে বলেছেন, “এই জঙ্গল তাঁদেরকে বাঁচিয়েছে। ওরা এতদিন জঙ্গলের সন্তান ছিল, এবার তারা কলম্বিয়ারও সন্তান”।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।