Table of Contents
Bahok News Bureau : চলতি বছরের ১৯শে ডিসেম্বর প্রথমবার বিদেশের মাটিতে হলো আইপিএল নিলাম। প্রথমবার আইপিএলের নিলামে সঞ্চালনার ভূমিকায় ছিলেন কোনো মহিলা। দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় দুপুর ১ টা নাগাদ আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। আইপিএলে রেকর্ডের ভাঙা গড়া চলতেই থাকে। একই দিনে দুবার ভাঙল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ড। ইতিহাসের পাতায় নাম লেখালেন দুই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। প্রথমে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার দুবাইয়ের নিলাম ঘরে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএল ২০২৪ নিলামের (IPL 2024 Auction) জন্য খেলোয়াড়দের মধ্যে একজনের নাম হল অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi – KKR)। এই অনামী তারকাকে নিলামে ২০ লক্ষ টাকায় কেনে কেকেআর। আজ আমরা বলতে চলেছি অঙ্গকৃষ রঘুবংশী সম্পর্কে কিছু কথা।
অঙ্গকৃষ রঘুবংশী কে? (Who is Angkrish Raghuvanshi?)
অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) একজন ভারতীয় ক্রিকেটার। ২০০৪ সালের ৫ই জুন তিনি জন্মগ্রহণ করেছেন। বছর ১৯এর এই ডান হাতি প্লেয়ার ২০২৩ সাল পর্যন্ত কোনো দলের হয়ে কোনো আইপিএল ম্যাচ খেলেননি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য যারা নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন। এই আনক্যাপড ক্রিকেটার এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। যেহেতু এর আগে তিনি কোনো আইপিএল ম্যাচ খেলেননি তাই তাঁকে কোন দল নেবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছিল। অবশেষে তাঁর ঠাঁই হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ২০ লাখ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ২০২৪এ মোট ৩৩৩ জন খেলোয়াড় বিড করেছে
আইপিএল ২০২৪এ নিলামে (IPL 2024 Auction) মোট ৩৩৩ জন ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। এখানে ২১৪ ভারতীয় এবং ১১৯ জন বিদেশী খেলোয়াড়, এর মধ্যে ২ জন সহযোগী দেশের খেলোয়াড়। আইপিএল ২০২৪-এর জন্য মোট ক্যাপড খেলোয়াড়ের সংখ্যা ১১৬ জন এবং আনক্যাপড খেলোয়াড়ের সংখ্যা ২১৫ জন। ৭৭টি স্লটের জন্য এবারের নিলাম অনুষ্ঠানে লড়াই চলেছে। এরমধ্যে ৩০টি স্লট বিদেশিদের জন্য সংরক্ষিত রয়েছে। এদিন অবশ্য গোটা নিলামেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।