ইন্ডিয়ান বুক অফ রের্কডসে বাগনানের নামটি একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছেন বাগানানের কিছু প্রতিভাবানরা।এবার সেই তালিকায় নাম তুললেন হাওড়া জেলার বাগনান থানার হিজলক শীতলাতলার বছর ১৭এর যুবক শুভদ্বীপ চৌধুরী।

শুভদ্বীপ চৌধুরী ১১১টি পেস্তাবাদামের খোলার উপর মনীষী ও প্রাকৃতিক দৃশ্যর ছবি একে এই রেকর্ডটি করেছেন,প্রতি ১টির পিছনে যার আয়তন মাত্র ২সেমি/১সেমি শুভদ্বীপের অঙ্কন করতে সময় নিয়েছেন মাত্র ১থেকে ১.৩০মিনিট,শুভদ্বীপ জানায় যে গত ১৯শে ডিসেম্বর ২০২১সালে তার এই অঙ্কনটি নিয়ে ইন্ডিয়ান বুক অফ রের্কডসে পাঠায় তারপর সেখান থেকে অঙ্কনটিকে বিশেষ মর্যাদা দিয়ে পুরস্কৃত করা হয় পুরস্কার হিসেবে শুভদ্বীপকে অনলাইনের মারফৎ তারা একটি বই,ইন্ডিয়ান বুক অফ রের্কডসের অ্যাই কার্ড,সার্টিফিকেট,মেডেল,ব্যাচ ও পেন পাঠিয়ে দেয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শুভদ্বীপ এর আগেও সারা ভারতবর্ষে ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা রামারাজারতলার বিখ্যাত ক্লাব বিবেকানন্দ স্পোটিং ক্লাবে একটা আসর বসে সেই প্রতিযোগিতায় শুভদ্বীপ অষ্টম স্থান অধিকার করে।শুভদ্বীপ ছাড়াও ওর বাড়িতে ওর বাবা-মা আছেন,সন্তানের এই সাফল্যের খবর পেয়ে তারাও খুব উচ্ছ্বসিত, উনারা জানান মাত্র ৩বছর বয়স থেকে শুভদ্বীপ আকা প্রশিক্ষণ শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতায় শুভদ্বীপ যায় সেখানে গিয়েও আশানুরূপ সাফল্য লাভ করে আসে।শুভদ্বীপ বর্তমানে বাগনান আনন্দ নিকেতনের একাদশ শ্রেনীর কলা বিভাগের ছাত্র।শুভদ্বীপ ভবিষ্যতে অঙ্কনের উপর আরো বেশি করে এগিয়ে যেতে চায় বলে সে জানায়।