বাহক নিউজ় ব্যুরো:হরিয়ানার প্রত্যন্ত গ্রামের মেয়ে ১৯ বর্ষীয় অংশু। অংশু মালিক।
শত সহস্র প্রতিকূলতা টপকে আজ সে শিরোনামে। নিশীথ সূর্যের দেশ নরওয়ের রাজধানী অসলো তে চলছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, আর সেই মঞ্চেই ইউক্রেন তথা ইউরোপীয় চ্যাম্পিয়ন সোলোমিয়া ভিনিক কে ১১-০(৫৭ কেজি’র বিভাগ) পরাজিত করে ফাইনালে পৌছালেন ফোগাট-নীরজ এর দেশের মেয়ে, কুস্তিগীর অংশু মালিক।
জার্নি টা এতো সহজ ছিলনা। তৃতীয় বিশ্বের একটি দেশের নাম না জানা অজপাড়াগাঁ থেকে আন্তর্জাতিক স্তরে পাড়ি দেওয়া মোটেও সোজাকথা নয়।
শৈশবেই বাবা এবং কাকুর সহযোগিতায় কুস্তি জগতে প্রবেশ। তাঁরাও ছিলেন পালোয়ান। পিতা ধর্মবীর মেয়ের যাবতীয় অনুশীলনের ব্যবস্থা করতেন। ভোর থেকে সন্ধ্যা অবধি চলত আখড়ায় প্রস্তুতি। দিনের পর দিন।
ভিনেশ গীতা বাবিতা রা বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করলেও ফাইনালে যেতে পারেননি। আর সুশীল কুমার ই একমাত্র ভারতীয় হিসেবে ফাইনালে পদক পেয়েছেন। সেটাও একদশক আগের কথা।
তাই এ সুযোগ জানপ্রাণ দিয়ে কাজে লাগাতে চান অংশু। “টোকিও তে চোটের কারণে ফল আশানুরূপ হয়নি। তবে স্বপ্ন টা হারিয়ে যেতে দিইনি। গত দু’মাসে চোট ব্যথা নিয়েই লড়াই চালিয়ে গেছি। শারীরিক এবং মানসিক লড়াই। শুধু ভেবেছি, আমাকে জিততেই হবে। আপাতত ভালো লাগছে। আনন্দিত। তবে ফাইনালের শেষ মুহূর্ত অবধি এই ফর্ম টা ধরে রাখতে হবে” জানাচ্ছেন অংশু।
আরও পড়ুন – বোর্ডের পাশেই ফিঞ্চ-পেইনরা। নভেম্বরে আফগান টেস্ট ঘিরে বিতর্ক!
তিনি আরও যোগ করলেন, “জাপানিজ তারকা চারবারের অলিম্পিক বিজয়ী কাওরি ইচো আমার আদর্শ। বারবার তাঁর ভিডিও দেখে টেকনিকগুলো রপ্ত করি। আশা করছি, ফাইনালে সেরাটা দিয়ে দেশকে সোনা এনে দিতে পারব”প্রসঙ্গত, ২০২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন অংশু এবং গতবছর ইন্ডিভিজুয়ালে রৌপ্যপদক। এছাড়াও জুনিয়র চ্যাম্পিয়নশিপ সহ অজস্র প্রতিযোগিতায় শৈশব থেকেই পেয়েছেন নানা পুরষ্কার। এবার, আজ রাতের দ্বৈরথে মার্কিন তারকা হেলেন মেরোলিস কে পরাজিত করলেই অংশু গড়বেন এক নতুন ইতিহাস!