Bahok News Bureau:আর নয়! দশবারে ন’বার হাজিরা এড়িয়ে অবশেষে গ্রেফতার হলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। দাপুটে এই তৃণমূল নেতাকে তাঁর বোলপুরের বাড়ি কৃপাসিন্ধু থেকেই গ্রেফতার করল সিবিআই। গরু পাচার কাণ্ডে (Cattle smuggling case) অনুব্রত দেহরক্ষীর পর গ্রেফতার হলেই তিনি নিজেও। এদিনই অনুব্রতর শারীরিক পরীক্ষার পরে আসানসোল আদালতে পেশ করা হবে তৃণমূল নেতাকে। তারপর সিবিআই (CBI) হেফাজতে জিজ্ঞাসাবাদ চলতে পারে অনুব্রত মণ্ডলকে। একদা নকুলদানা দানকারী চলে গেলেন সিবিআই গৃহে।
প্রসঙ্গত, গরু পাচার দুর্নীতি মামলায় অনুব্রতকে সোমবার পর্যন্ত মোট দশবার তলব করে সিবিআই। একবার বাদে বাকি সব ক্ষেত্রেই অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের পাঁচন দাওয়াইয়ের স্রষ্টা। বারবার চিনার পার্ক, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ড পর্ব আর আইনজীবীর চিঠির মধ্যেই সামনে আসে বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের বিস্ফোরক বয়ান। সেখানে মঙ্গলবার অনুব্রতর বাড়ি যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান, চাপে পড়েই তিনি এই কাজ করেছেন।
এরপরেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে অনুব্রত মণ্ডল কি অসুস্থতার দোহাই দিয়ে বারবার এড়িয়ে যাচ্ছেন সিবিআই জেরা! এই প্রশ্নের মধ্যেই বৃহস্পতিবার সাতসকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে বিরাট কনভয় নিয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। অনুব্রতর কাছে পৌঁছতে বেগ পেতে হয় সিবিআই আধিকারিকদের। কিন্তু অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত। একেবারে নিজের নিরাপদ জায়গা থেকেই তুলে নেওয়া হল তৃণমূলের অন্যতম সম্পদকে।