Table of Contents
Bahok News Bureau: সারা বিশ্বের লাখ লাখ মানুষের স্বপ্ন থাকে অ্যাপল (Apple), গুগল (Google), মাইক্রোসফটের(Microsoft) মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়ার। কিন্তু এসব প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যে বেশ দুরূহ তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ প্রতিভাবান ব্যক্তি এসব প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন, তবে সবার ভাগ্যে এত নামী কোম্পানীতে চাকরি জোটে না। কিন্তু এই বিখ্যাত কোম্পানীতে চাকরি পাওয়ার অদম্য স্বপ্নকে এবার সত্যি বলতে পারে অ্যাপলের সিইও টিম কুকের কিছু বার্তা। আসুন জেনে নেওয়া যাক কি বললেন তিনি।
টিম কুক কী বললেন?
টিম কুক (Tim Cook) প্রকাশ করেছেন এক দুর্লভ সত্য। তিনি জানিয়েছেন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে ৪টি দক্ষতা বা বৈশিষ্ট্য খোঁজেন তিনি। আদলে ৬১ বছর বয়সী টিম কুক সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব নেপলস ফেডেরিকো টু থেকে উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবস্থাপনায় সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়েছেন। অ্যাপলের সিইও মনে করেন একটি কোম্পানীর সাফল্য নির্ভর করে কোম্পানীর নিজস্ব সংস্কৃতি ও কাদের নিয়োগ করা হচ্ছে তার ওপর। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, অ্যাপলের কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে তিনি যে চারটি বৈশিষ্ট্য খোঁজেন সেগুলো হলো, ৩সি (3C) এবং ই (E)।
৩সি এবং ই কি?
৩সি যথাক্রমে Collaborate বা সহযোগিতা, Creativity বা সৃজনশীলতা এবং Curiosity বা কৌতূহল। ই হলো Expertise বা দক্ষতা।
সহযোগী মনোভাব (Collaborate)
সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করতে পারার ক্ষমতাকে প্রাধান্য দেন টিম কুক। সহকর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব ও মিলেমিশে কাজ করার যে প্রক্রিয়া, তার কারণেই অ্যাপল আজ সফলতার চূড়ায় পৌছেছে এবং গ্রাহকদের জন্য নতুন নতুন পণ্য তৈরি সক্ষম হয়েছে।
সৃজনশীলতা (Creativity)
আরেকটি প্রধান বৈশিষ্ট্য যা অ্যাপল (Apple ) তাদের কর্মীদের মধ্যে দেখতে চায় তা হলো ‘সৃজনশীলতা’। কুক বলেন, “আমরা এমন মানুষদের খুঁজি যারা ভিন্নভাবে চিন্তা করতে জানেন, যারা সমস্যার দিকে তাকিয়ে আগে ভাবেন না যে এতদিন যাবত সেটা কিভাবে সমাধান করা হয়েছে। তারা সেটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং নিজেদের সৃজনশীলতা দিয়ে সেই সমস্যা সমাধান করবেন।”
কৌতূহল (Curiosity)
টিম কুক জানান, অ্যাপল (Apple ) একজন প্রার্থীর কৌতূহলবোধকেও একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ধরেন এবং দেখতে চান তার মধ্যে জ্ঞানের ক্ষুধা আছে কিনা।
দক্ষতা (Expertise)
অন্যান্য বৈশিষ্ট্যগুলো ছাড়াও প্রার্থীদের মধ্যে যে বিষয়টি খোঁজে অ্যাপল, তা হলো দক্ষতা। টিম কুক বলেন, “আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সংক্রান্ত কিছু করতে চাই, তাহলে আমরা এমন একজনকেই খুঁজবো যার এই বিষয় কলেজ পর্যায় থেকে দক্ষতা আছে বা আগে কোথাও এই নিয়ে কাজ করেছে”।
তাই উল্লিখিত এই বৈশিষ্ট্য ও যোগ্যতাগুলি যদি আপনার থাকে তাহলে আপনিও সহজেই আবেদন করতে পারবেন অ্যাপলে এবং কাজ করার সুযোগও পেয়ে যেতে পারেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।