Aquaman and the Lost Kingdom
Aquaman 2 - Aquaman and the Lost Kingdom: সেন্সর বোর্ডের ঝামেলায় 'অ্যাকোয়াম্যান ২' ভারতীয় সংস্করণ, চলতে পারে কাঁচি! কবে মুক্তি পাবে? জানুন বিস্তারে, বাহক

Bahok News Bureau : জেসন মোমোয়া (Jason Momoa) অভিনীত ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ (Aquaman and the Lost Kingdom) নামক সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু তিনটি ভাষায় ডাব সংস্করণ সহ আজ অর্থাৎ ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ভারতে এই সিনেমার মুক্তি স্থগিত রাখা হয়েছে। সিনেমাটি আগামীকাল শুক্রবার অর্থাৎ ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আসুন জেনে নেওয়া যাক সিনেমাটি সম্পর্কে কিছু তথ্য। (Aquaman 2 – Aquaman and the Lost Kingdom)

কেন মুক্তির দিন পিছিয়ে গেল?

রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার ডাব সংস্করণটি সেন্সর বোর্ড এখনও দেখেনি, যার কারণে এটির মুক্তির তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাকোয়াম্যান’ (Aquaman) নামক সিনেমার পরবর্তী অংশ হলো ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’, যেটি ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স দ্বারা প্রযোজিত। ভারতে এই ছবিটি ৩ডি (3D) এবং আইডিএমএক্স ৩ডি (IMAX 3D)তে মুক্তি পাবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম: (Aquaman and the Lost Kingdom)

আপনাদের জানিয়ে রাখি যে ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ডিসি কমিকসের (DC Comics) প্রথম সিনেমা অ্যাকোয়াম্যানের দ্বিতীয় অংশ। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাকোয়াম্যান’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সিনেমাটির প্রতিটি চরিত্রই দর্শকদের মুগ্ধ করেছিল। সিনেমাটি বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল। তারপর থেকে ডিসি কমিকসের ভক্তরা এই সিনেমার সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন, যা আগামীকালই মুক্তি পেতে চলেছে।

অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা

উল্লেখ্য যে, ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লাস্ট কিংডম’ (Aquaman and the Lost Kingdom) সিনেমাটি মুক্তির ঘোষণার পর থেকেই এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। অ্যাকশনে ভরপুর এই সিনেমাতে অসাধারণ ভিএফএক্স (VFX) ব্যবহার করা হয়েছে। নির্মাতারা বিশ্বজুড়ে তাদের ভক্তদের ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। এখন দেখার বিষয় অ্যাকোয়াম্যান যতটা পরিমাণে দর্শকদের মন জয় করতে পেরেছিল এর দ্বিতীয় অংশ দর্শকদের মুগ্ধ করতে পারে কিনা।

Sadhguru Jaggi Vasudev – Nitish Kumar- Hindustan Issue: ‘হিন্দুস্তান মানে হিন্দুদের দেশ, হিন্দির দেশ নয়’! নীতিশের বক্তব্যকে ‘তুচ্ছ’ বললেন সদগুরু

 

 

Telecommunication Bill 2023: জাতীয় নিরাপত্তায় কেন্দ্রের নয়া পদক্ষেপ! ‘টেলিকমিউনিকেশন বিল ২০২৩’ পাশ লোকসভায়, জানুন ‘টেলিকমিউনিকেশন বিল ২০২৩’ কী?

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)