বাহক নিউজ় ব্যুরো: পুরাকীর্তি ও ঐতিহাসিক শিল্পকর্মের চুরি, বেআইনি বাণিজ্য ও পাচার নিয়ে একটি তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । তদন্ত করতে গিয়ে ভারত থেকে চুরি হওয়া একাধিক প্রত্নতাত্ত্বিক সামগ্রী এবার ভারতকে ফিরিয়ে দিয়েছে আমেরিকা । আনুমানিক ১৫ মিলিয়ন ডলার মূল্যের ওই সকল সামগ্রীগুলি নিউইয়র্ক সিটিতে ভারতীয় কনস্যুলেট আয়োজিত একটি অনুষ্ঠানে হস্তান্তর করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি ব্রোঞ্জ শিব নটরাজ মূর্তি যার মূল্য প্রায় চার মিলিয়ন ডলার। ম্যানহ্যাটন জেলা অ্যাটর্নির অফিস এবং ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফর্সমেন্ট এর হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন শাখার তরফে যে তদন্ত চলছে তার মাধ্যমেই পুরাতাত্ত্বিক সামগ্রিক উদ্ধার হয়েছে । অভিযোগ ভারত থেকে এই সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্রে ডিলার সুভাষ কাপুরের মাধ্যমে পাচার হয়েছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে সুভাষ কাপুর ভারতে বন্দি হলেও নিউ ইয়র্কে তার আর্টস অফ দা পাস্টস্ট গ্যালারিতে হানা দিয়ে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে লুণ্ঠিত একাধিক শিল্পকর্ম উদ্ধার করেছে পুলিশ। যা দুর্মূল্য । শিবের নটরাজ মূর্তি উদ্ধার হয়েছে ন্যান্সি ওয়েনারের কাছ থেকে । তিনিও অভিযুক্ত পুরাতাত্ত্বিক সামগ্রীর পাচারে।
এখনো পর্যন্ত আমেরিকায় পাচার হয়ে যাওয়া ১৫৭ টি শিল্পকর্ম ভারতকে ফেরত দেওয়া হয়েছে । লক্ষী-নারায়ন, বিষ্ণু, শিব-পার্বতী এবং ২৪ জন জৈন তীর্থঙ্কর এর মূর্তি, ২০০০ বছর আগেকার টেরাকোটার কাজের ফুলদানি ,একাদশ শতাব্দীর নানা ঐতিহাসিক সামগ্রী আছে বলে শোনা যায়। ওয়াকিবহাল মহলের মতে পশ্চিমের দেশগুলোর জাদুঘর এবং ব্যক্তিগত সংগ্রহশালায় এমন অনেক জিনিস আছে যা আদতে ভারতের সম্পত্তি। বেআইনিভাবে তা সংগ্রহ করলে সরকার বাজেয়াপ্ত করে সেগুলি স্ব স্ব দেশে ফেরানোর ব্যবস্থা করছে।