
Table of Contents
Bahok News Bureau: আজ ভারতের জন্য একটি গর্বের দিন, কারণ আজ ৭ই ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস (Armed Forces Flag Day)। প্রতি বছর এই দিনটিতে সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালন করা হয়। প্রতি বছরের মতো এই বছরও ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হচ্ছে। কিন্তু অনেকেই জানতে চান কেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়। এর ইতিহাস কি?আসুন জেনে নেওয়া যাক এই দিনটির অর্থ কি এবং কেনই বা পালন করা হয় এই দিনটি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
সশস্ত্র বাহিনী পতাকা দিবস কি? (Armed Forces Flag Day 2023)
সশস্ত্র বাহিনী পতাকা দিবসের অর্থ হলো এই দিনটিতে দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন। দেশের রক্ষায় শহীদ হওয়া সাহসী সৈন্যদের প্রতি সম্মান জানানোর একটি দিন। সেনাবাহিনীতে থাকাকালীন দেশের সৈনিকরা কেবল সীমান্ত রক্ষা করেননি, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের মোকাবেলা করে দেশের শান্তি প্রতিষ্ঠায় তাঁদের জীবন উৎসর্গ করেছেন।
কেনো পালন করা হয় এই দিনটি? (Why Armed Forces Flag Day 2023 is celebrated?)
এই দিনটি আমাদের দেশের সকল সৈনিকদের। এই দিনে দেশবাসী শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানায়। সৈন্যরা যে কোনো দেশের অন্যতম বড় সম্পদ এবং তারা দেশকে নিরাপদ ও ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর ৭ই ডিসেম্বর ভারতবর্ষে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়ে থাকে সৈনিকদের পরিবারের প্রতি দেশের জনগণের নৈতিক কর্তব্য এবং দায়বদ্ধতাকে তুলে ধরতে। জীবিত ও মৃত জওয়ানদের পরিবারের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। ভারতের সশস্ত্র বাহিনী নিরন্তর প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্ত রক্ষা করছে, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে চলেছে। দেশের প্রতিটি নাগরিকের উচিত সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকা। দেশের স্বাধীনতার জন্য সৈনিকরা প্রাণ না দিলে দেশে পরাধীনতার অন্ধকার ঘুচত না। দেশের স্থল, বিমান, নৌ, সমস্ত বিভাগের সেনাবাহিনীর প্রতি এবং শহীদ জওয়ানদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ মর্যাদা সহকারে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে।
কবে থেকে এই দিনটি পালিত হয়? (Armed Forces Flag Day 2023 date)
ভারতে ১৯৪৯ সাল থেকে এই সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়ে আসছে। ১৯৪৯ সালের ২৮শে আগস্ট তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে গঠিত একটি কমিটি এই বিশেষ দিনটি পালনের উদ্দেশ্যে ৭ই ডিসেম্বর তারিখটিকে নির্বাচন করেছিল।
সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালনের উদ্দ্যেশ্য কি?
এই দিবসটি উদযাপনের পিছনে তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যটি যুদ্ধের সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, দ্বিতীয় উদ্দেশ্যটি হলো সেনা কর্মী এবং তাঁদের পরিবারকে সহায়তা করা, তৃতীয় উদ্দেশ্য অবসরপ্রাপ্ত সেনা এবং তাঁদের পরিবারের কল্যাণ সাধন করা। যেকোনো আগ্রহী ব্যক্তি, কেন্দ্রীয় সৈনিক বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও সহযোগিতা করতে পারবেন।
কীভাবে দিনটি উদযাপিত হয়? (How Armed Forces Flag Day 2023 is celebrated?)
নানারকম আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। ভারতীয় নৌ, স্থল, এবং বায়ুসেনাদের উদ্যোগে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। নাটক অভিনয়ের মাধ্যমে সেনাবাহিনীর নানা বীরত্বের কাহিনী কিংবা কোনো মর্মান্তিক বা আবেগপূর্ণ ঘটনা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। এই দিনটির গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রিন্ট মিডিয়া যেমন সাহায্য করে তেমনি টেলিভিশন চ্যানেলগুলিও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন স্থানে তিনপ্রকার সামরিক বাহিনীর প্রতিনিধিত্বকারী লাল, গভীর নীল এবং হালকা নীল রঙের পতাকা বিতরণ করে এবং বিনিময়ে অনুদান গ্রহণ করা হয়। এভাবেই এত গুরুত্ব সহকারে ভারতে ৭ই ডিসেম্বর দিনটি পালিত হয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস।
সশস্ত্র বাহিনী পতাকা দিবস ২০২৩ থিম (Armed Forces Flag Day 2023 Theme)
ভারতীয় সশস্ত্র বাহিনী পতাকা দিবস ২০২৩এর জন্য কোনো বিশেষ থিম নেই। এই দিনটি আমাদের দেশের সেই সমস্ত সৈনিকদের জন্য যারা দেশের নাগরিকদের সর্বদা রক্ষা করেন। মাতৃভূমির সেবায় জীবন উৎসর্গকারী এমন বীরদের কাছে দেশের প্রতিটি নাগরিক সর্বদা ঋণী। ভারত সরকার কর্তৃক সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে দান করে দিনটি উদযাপন করা যেতে পারে। ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবসে দেশবাসী একে অপরকে শুভেচ্ছা জানায়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।