সন্ধ্যা নামার সাথে সাথে ছিনতাই, দুস্কৃতির উৎপাত বাদুড়িয়ায়

বাহক নিউজ় ব্যুরো:রাত নামলেই শুরু হচ্ছে, চুরি ও ছিনতাই কারির উৎপাত। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার অন্তর্গত সায়েস্তানগর চত্ত্বরে। বিগত কয়েক দিন ধরেই এমন উৎপাতের শিকার হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো।

কখনো ফাঁকা রাস্তা থেকে মোবাইল তো আবার কখনো চলন্ত বাইকে এসে ব্যাগ নিয়ে দিব্যি চুরি ছিনতাই চালাচ্ছে দুস্কৃতিরা। এদিন পারমিতা ঘোষ নামের বছর ২১ এর একটি মেয়ে তার মায়ের সাথে সন্ধ্যা ৬টা নাগাদ বাজার থেকে ফিরছিলেন, হটাৎ করেই দুজন দুস্কৃতি চলন্ত বাইকের হেড লাইট অফ করে সাইকেলের বাস্কেট থেকে একটি ব্যাগ নিয়ে দিব্যি পালিয়ে যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রাস্তার পাশের লোক জনের চোখের আলোকে এমন কর্মকাণ্ড প্রায়ই শোনা যাচ্ছে, পারমিতার বাবার একটি ছোট্ট চায়ের দোকান, কোনো ভাবেই সংসার চলে যাচ্ছিল এমন করোনা আবহের পরিস্থিতিতে। পারমিতা জানান যে ব্যাগে তার নগদ দুই হাজার টাকা, কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এনড্রয়েড মোবাইল ছিল।

আরো পড়ুন – বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা-মা-মেয়ের দেহ

তিনি কোনো ভাবে চিৎকার করে উদ্ধার না করতে পেরে অবশেষে প্রশাসনিক ব্যবস্থার দারস্থ হন। প্রশাসনিক সূত্র থেকে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর থেকে জানা যায় এমন ঘটনার ছোবলে প্রায়ই পড়তে সাধারণ খেটে খাওয়া রাত করে বাড়ি ফেরা মানুষের। একজন গ্রামবাসী জানান গত দুই দিন আগে সফিরাবাদ গামী গ্রাম্য রাস্তা থেকে একটি ছেলের মোবাইল ফোন নিয়ে লম্পট দেয় দুস্কৃতিরা।

এলাকাবাসী নিজেদের সাবধানতার সাথে সাথে প্রশাসনিক এর দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন।