বাহক নিউজ় ব্যুরো: পৃথিবীতে যদি কেউ মারা যায়, এলাকা নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে ভিন্ন ভিন্নভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। কোনো ক্ষেত্রে দেরি করা হয়, আবার কোনো ক্ষেত্রে তাড়াতাড়ি করা হয়। কোথাও প্রিয়জনের অপেক্ষা করে কিছুদিন সংরক্ষণও করা হয়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে মহাকাশে যদি কেউ মারা যায় তাহলে তাঁর মৃতদেহের কি পরিণতি হয়? এই প্রশ্ন যদি কখনও আপনার মনে উঠে থাকে, এবার নিশ্চিত হন যে, আপনি এর উত্তর পেতে চলেছেন। এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিজ্ঞানী টেরি ভির্টস, ইনি নাসার অধীনে একজন মহাকাশ যাত্রীও।
উল্লেখ্য, মহাকাশে মৃতদেহ বিশেষভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকে না। এদিকে, মহাকাশযানে রেখে দিল চাপের চোটে বিস্ফোরণও ঘটতে পারে (এটি জানতে পারা গেছে, নাসার অধীনে অ্যাপোলো মিশনের সময়ে স্পেস স্যুট পরীক্ষা করার সময়ে)। এহেন, বিশেষ ব্যবস্থা না থাকাটাই পৃথিবী মধ্যস্থ মৃতদেহের এবং মহাকাশ মধ্যস্থ মৃতদেহের শেষকৃত্যে পার্থক্যের সৃষ্টি করে। পৃথিবীতে সংরক্ষণের ব্যবস্থা থাকার কারণে ভিন্ন ভিন্ন উপায়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু, মহাকাশে সেই ব্যবস্থা না থাকার কারণে সাহায্য নিতে হয় এক অভিনব পদ্ধতির। মহাকাশে কেউ মারা গেলে মহাকাশযানে প্রথমে এয়ারলক করে দেওয়া হয়, তারপরে সেই মহাকাশ যাত্রীর মৃতদেহ মহাকাশে ছেড়ে দেওয়া হয়। ওই মৃতদেহ মহাকাশে ঠাণ্ডা আবহাওয়া জমে আইস মমিতে পরিণত হয়।
আরও পড়ুন – পদার্থবিজ্ঞানের জটিল সমাধান করে নোবেল পেলেন তিন প্রবীণ বিজ্ঞানী
এবার, আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে, ওই আইস মমির পরিণতি কী হয়? এর উত্তর হল, ওই আইস মমি অনন্তকালের মতো মহাকাশে ভাসতে পারে। এরই মাঝে, আবার যদি কোনো অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, তাহলে সেটা নষ্টও হতে যেতে পারে। উল্লেখ্য, যদি কোনো মৃতদেহ কোনোরূপে নষ্ট না হয়, তাহলে লক্ষ লক্ষ বছর মহাকাশে থাকতে পারে। এছাড়াও, একটি উপায় রয়েছে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করার, সেটি হল মঙ্গলগ্রহে সমাহিত করা। কিন্তু, এক্ষেত্রে, পৃথিবীর নিয়ম প্রয়োগ করলে চলবে না। মঙ্গলগ্রহের উপরিপৃষ্ঠ রক্ষার্থে সমাহিত করার আগে পুড়িয়ে ফেলতে হবে। পুরো কাজটাই জটিল প্রক্রিয়া এবং অতিরিক্ত সাবধানতার সঙ্গে সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, এগুলোই একমাত্র পদ্ধতি নয়, বেশ কিছু পদ্ধতি রয়েছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। এইগুলো তাদের মধ্যে অন্যতম।