বাহক নিউজ় ব‍্যুরো: বুলগেরিয়ায় বড়সড় দুর্ঘটনা। একটি বাসের ধাক্কায় মৃত্যু হলো ৪৫ জনের। যা নিয়ে বুলগেরিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভয়াবহ দুর্ঘটনায় যাদের মৃত্যু হয় তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে খবর।

বুলগেরিয়া সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রশাসনের প্রতিনিধিরা স্থানীয় হাসপাতালে পৌঁছে যান। ওই বাস দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি বলে খবর। তবে ৭ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বুলগেরিয়ার প্রশাসনের কথায় তাদের দেশে যতগুলি বড়সড় দুর্ঘটনা হয়েছে তাদের মধ্যে সোমবারের এই দুর্ঘটনার অন্যতম যেখানে একের পর এক মানুষের মৃত্যু হয়। বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেন দুর্ঘটনার পরপরই।

বাস চালকের জন্য‌ই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে যন্ত্রাংশের ত্রুটির জন্য দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা।