বাহক নিউজ় ব্যুরো: যেন প্রথম ফাইনালের পুনরাবৃত্তি। আজও এক ওভার বাকি থাকতেই কঠিন ম্যাচটা পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। পাকিস্তানে পাঁচ উইকেটে হারিয়ে চলে গেল ২০২১ টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে।

অস্ট্রেলিয়া টসে জিতে বোলিং নিলে ব্যাট করতে নামে পাকিস্তানের দুই ওপেনার বাবর ও রিজওয়ান। ওপেনিং জুটিতেই বড় রানের ভিত গড়ে দেয় এই দুই ওপেনার। বাবর আজম জাম্পার বলে সাজঘরে ফিরে যান ৩৯ রান করে। রিজওয়ান ফেরেন ৫২ বলে ৬৭ রান করে। স্লগ ওভারে দ্রুত ফিরে যান আসিফ আলি, শোয়েব মালিকও। ফাখার জামানের ব্যাটে ভর করে ১৭৬ রানে পৌছায় পাকিস্তান। স্টার্ক দুটি , জাম্পা ও কামিন্স একটি করে উইকেট নেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

১৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান শাহীন আফ্রিদি। ওয়ার্নার ও মিশেল মার্শ কঠিন পরিস্থিতি থেকে অস্ট্রেলিয়াকে বের করে আসেন। মিশেল মার্শ আউট হন ২২ বলে ২৮ রান করে। স্টিভ স্মিথ এবং ম্যাক্সওয়েল বিশেষ সুবিধা করতে পারেননি। পাঁচ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে অস্ট্রেলিয়া, সেই সময় হাল ধরেন স্টইনস ও ম্যাথু ওয়েড। স্টইনস ৩১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ম্যাথু ওয়েডের ১৭ বলে অপরাজিত ৪১ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখী হবে অস্ট্রেলিয়া। জমজমাট একটা ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। অ্যারন ফিঞ্চ নাকি কেন উইলিয়ামসন কার হাতে উঠবে কাপ সেদিকেই চোখ থাকবে ক্রিকেট বিশ্বের।

Published on Saturday, 13 November 2021, 10:37 am | Last Updated on Saturday, 13 November 2021, 10:37 am by Bahok Desk