বাহক নিউজ় ব্যুরো: অনেকেই তাঁকে বিরাট কোহলির যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন, অনেকে মনে করেন আগামী দিনে তিনিই হবেন ব্যাটারদের বাদশা। তিনি বাবর আজম। কয়েক মাস আগে ওয়ান-ডে ক্রিকেটে বিরাটকে পিছনে ফেলে উঠে এসেছেন ব্যাটারদের তালিকার এক নম্বরে, এবার টি-২০ ক্রিকেটেও নতুন রেকর্ড গড়লেন বাবর আজম। সবচেয়ে কম ইনিংসে টি-২০ ক্রিকেটে ১০০০ রানের গন্ডি পার করলেন বাবর।

বাবরের ব্যাট টি-২০ বিশ্বকাপেও কথা বলছে। ভারতের বিরুদ্ধে অসাধারণ একটি ইনিংসের পর নিউজিল্যান্ড ম্যাচে বড় রান না আসলেও আফগানিস্তান ম্যাচে ফের একবার অর্ধশতরান করেন বাবর। এই ম্যাচেই বাবর ভেঙে দিলেন বিরাটের রেকর্ড। ৩০টি ইনিংস খেলে ১০০০ রান করেছিলেন বিরাট। ১০০০ রানের গন্ডি পেরোতে বাবর সময় নিলেন মাত্র ২৬ ইনিংস।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বাবর এবং বিরাটের পরে যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। ফাফ টি-২০ আন্তর্জাতিকে ১০০০ রান করেছিলেন ৩১ ইনিংসে। ফিঞ্চের লেগেছিল ৩২ ইনিংস ও কেন উইলিয়ামসনের ৩৬ ইনিংস।

অধিনায়ক বাবরের ধারাবাহিক ফর্ম প্রভাব ফেলেছে দলের ড্রেসিংরুমেও। দলের মনোবল বেড়ে গিয়েছে অনেকটাই। বাবরের নেতৃত্বে এই পাকিস্তান দল উন্নতি করেছে ফিল্ডিং বিভাগেও। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বাবরের পাকিস্তানকে এই ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স বলছেন।