Bahok News Bureau: গোটা শহর জুড়ে এখন উৎসবের মরশুম। এর মাঝেই উঠে এলো এক চাঞ্চল্যকর খবর, যা আতঙ্কের সৃষ্টি করেছে শহরজুড়ে। কলকাতা থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে জাল নোট (Fake Note)। একসময় জাল নোট ঠেকাতে নোট বদল করেছিল কেন্দ্রসরকার। এমনকী ২ হাজার টাকার নতুন নোটও জাল হতে শুরু করায় তা বন্ধও করে রিজার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় নোট হলো ৫০০ টাকার নোট। সেই নোটও বিপুল পরিমাণে জাল করার অভিযোগ ছিল।

Fake Note STF

এবার হাতে নাতে তার প্রমাণ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। পাচারের আগেই এসটিএফের (STF) জালে পাচারকারী। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, ধৃতের নাম আলফাজ শেখ (Alfaz Sheikh), যিনি বাংলাদেশ (Bangladesh) সীমান্ত লাগোয়া মালদহের (Maldah) বৈষ্ণবনগরের মোহনপুরের বাসিন্দা। বুধবার নারকেলডাঙা থানা এলাকা থেকে আলফাজকে গ্রেপ্তার করে এসটিএফ (STF)। তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকার জাল নোট (Fake Note) উদ্ধার হয়। সবমিলিয়ে আলফাজের কাছে ৫০০ টাকার ২ হাজার ৪০০টি জালনোট ছিল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সেই সমস্ত নোট বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই কলকাতার (Kolkata) নারকেলডাঙা থানা এলাকায় ভাড়ার বাড়িতে থাকত অভিযুক্ত। নোট পাচারের জন্যই সীমান্ত থেকে সে কলকাতায় এসেছিল বলে মনে করছে এসটিএফ। ১২ লক্ষ টাকার এই জাল নোট সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল কিনা সেই বিষয়েও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ধৃতের কাছে এই বিপুল পরিমানে জাল নোটগুলি (Fake Note) কবে, কীভাবে, কোথা থেকে এসেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Fake Note Kolkata

এই ঘটনার নেপথ্যে আন্তঃদেশীয় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গত সেপ্টেম্বরেও কলকাতা পুলিশ, ইডেন গার্ডেন্সের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে। তিনিও মালদহের (Maldah) বাসিন্দা ছিলেন। সেইসময় তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। বারবার কলকাতা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় সৃষ্টি হয়ে চাঞ্চল্য।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান….প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পৌঁছেছেন তাঁর অসুস্থ স্ত্রীর সাথে দেখা করতে! জানুন বিস্তারিত

আরও পড়ুন: মাছ ধরেই রাতারাতি কোটিপতি! এবার এই জেলের জলেই ধরা বিরল প্রজাতির মাছ! কিভাবে জানুন বিশদে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)