ঈদ ও খুশী যেন একে অপরের পরিপূরক। কবি বলেছেন, ‘খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক। ‘

সত্যিই ঈদ যেন খুশীর জোয়ার আনে জনজীবনে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বাহক আজ আড়াই বছরে পৌঁছে গেছে। আমরা শুরু করেছিলাম একটা নিউজ পোর্টাল থেকে। হ্যাঁ, এখনও চেষ্টা করি খবর লেখার। তবে সবসময় জীবনে সবকিছু সহজেই হয় না। তাই একসময়ে গুগল নিউজে স্থান পাওয়া পোর্টাল একপ্রকার থেমেই গেছে, কিন্তু থামাইনি আমরা স্বপ্ন দেখা। আসলে কিছু কিছু আনন্দ, শখের বোধহয় কোনও গন্তব্য থাকে না।

তাই তারই ফল এই বাহক ঈদ সংখ্যা। শারদীয়া সংখ্যা এর আগে প্রকাশ হয়েছে দু বছর, কিন্তু ঈদ সংখ্যা এই প্রথম। আশঙ্কায় ছিলাম, সহযোগিতা পাবো তো? কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে বাহকের মেইলবক্স ভর্তি হয়েছে লেখা, আঁকা, ছবিতে।

জানিনা কতটা কি পরিবেশন করতে পারবো, সেই বিচার আপনারাই করবেন। ভালো খারাপ সবটাই আমাদের ফেসবুক পেজে জানাবেন। শুধু এটুকু বলতে পারি, চেষ্টাটুকু সৎ ছিলো। এটুকুই নিজেদের কাছে অনেক।

আর হ্যাঁ চেষ্টার কথা বললে বলতেই হয়, এই বাহক দলের নেপথ্যের নায়ক কৌশিকের কথা। তার অনাবিল প্রচেষ্টা ছাড়া এই সংখ্যা হয়তো প্রকাশ করা মুশকিল হতো। আগেও তাই করেছে। আর পুরো সময়েই পাশে ছিলেন সহ সম্পাদক ইবতিসাম খান। এছাড়া অনন্যাদি, মৌমিতা, বৃতি সুন্দর রানার সহযোগিতা অনস্বীকার্য।

সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। অনেক অনেক শুভেচ্ছা।

– সৈয়দ জিশান হোসায়েন

– সম্পাদক, বাহক ডিজিটাল ঈদ সংখ্যা ও বাহক নিউজ পোর্টাল।

Pdf টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)