বাহক নিউজ় ব্যুরো: পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হল ২১ কোটি টাকা। এছাড়াও, উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার গয়না। যেখানে অর্পিতা শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন, সেখানে কীভাবে তাঁর এত পরিমাণ আয়ের উৎস কী? এই আয়ের এবার উৎস জানতে মরিয়া ইডি। ইডির তরফে এও জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা মুখোপাধ্যায়।
ইডি সূত্রে জানা গেছে, আয়ের উৎস জানার জন্য অর্পিতা মুখোপাধ্যায়ের আয়কর সম্পর্কিত সমস্ত নথি ঘেঁটে দেখা হচ্ছে। যেখানে অর্পিতার মা’ও বলেছেন যে, তাঁর মেয়ে অভিনয় ও মডেলিং ছাড়া কী করত তাঁর জানা নেই, সেখানেই ইডির সন্দেহের আঙুল আরওই ঘুরছে অর্পিতার দিকে। এই অবস্থায় অর্পিতার বাড়িতে উপস্থিত নগদ গোনার জন্য রাতের অন্ধকারে ইডি অর্পিতার বাড়িতে আনল ৪টি নোট গোনার যন্ত্র। এরপরে, সারারাত নোট গোনার কাজ চলে।