partho astonished

🔴বাহক নিউজ় ব্যুরো: আপডেট ১:গ্রেফতার হলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৪ ঘণ্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার হলেন তিনি। শুক্রবার সকাল থেকে তাঁকে জেরা করতে শুরু করেছিল ইডি। অবশেষে শনিবার সকালে গ্রেফতার করা হল তাঁকে।

আপডেট ২: গ্রেফতারির পরেই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ট্যাংরার দিকে। ইডির কনভয়ই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে জল্পনা, হয় তাঁর মেডিকেল পরীক্ষা করানো হবে, নয়তো একদম সরাসরিই তাঁকে আদালতে তোলা হবে। এই ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে শাসকদল। যার জেরে তোলপাড় রাজ্য রাজনীতি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আপডেট ৩:  সবশেষে স্পষ্ট ইডির পদক্ষেপ। ঘুরে গেছে গাড়ির অভিমুখ। শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সেই নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে, একইসঙ্গে আটক করা হয়েছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকেও।

আপডেট ৪: শনিবার সকালে নয়, শুক্রবার রাতেই পার্থ চট্টোপাধ্যায়কে করা হয়েছিল গ্রেফতার। আইনজীবী অনিন্দ্য কিশোর রাউতের বয়ান অনুযায়ী, ইডি পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার রাত ১০টায় গ্রেফতার করেছিল। তাঁর কথায়, খোদ ইডির আধিকারিকরা তাঁকে এই কোথা জানিয়েছেন। যদিও, ঠিক কোন কোন ধারায় পার্থকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, ইডির তরফে এখনও সিজার তালিকা তাঁর হাতে দেওয়া হয়নি।