বাহক নিউজ় ব‍্যুরো: ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল আরিয়ান খানের। মুম্বাইয়ের প্রমোদতরীতে মাদককান্ডে দোসরা অক্টোবল শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে আটক করে এনসিবি। মেডিকেল টেস্ট ও বয়ান রেকর্ডের পর তাকে গ্রেফতার করা হয়। একাধিকবার জামিন এর আবেদন করলেও এখনো অব্দি হাজতবাস করতে হচ্ছে সুপারস্টার শাহরুখের ছেলে আরিয়ানকে।

বুধবারও জামিনের আশায় ছিলেন শাহরুখ সহ তার ভক্তরাও । কিন্তু এদিনও আদালত থেকে তাকে জেলে ফিরতে হলো আরো একবার । ফের একবার তার জামিনের আবেদন নাকচ করেছে মুম্বাইয়ের দায়রা আদালত। আরিয়ান ছাড়াও এক‌ই অপরাধে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন এর আবেদনও খারিজ করেছে আদালত।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন – নেটফ্লিক্সের পর্দা কাঁপাতে আসছেন ‘খুফিয়া’ শিলাজিৎ

এই মামলার পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত তাদের জেল হেফাজতে থাকতে হবে। তবে সূত্রের খবর এই সিদ্ধান্তের পর বোম্বে হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন জানাবেন আরিয়ানের আইনজীবীরা। গ্রেপ্তারের পর থেকে গত ১৮ দিন ধরে জেলে রয়েছেন কিং খান এর পুত্র । গত সপ্তাহে তাকে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে স্থানান্তরিত করা হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট নেগেটিভ আসার পরই তাকে কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে স্থানান্তরিত করা হয়।

আরিয়ানকে বাড়ি থেকে পাঠানো পোশাক পরার অনুমতি দেওয়া হলেও বাইরের কোন ধরনের খাবার খেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। জেলে প্রায় কিছুই খাচ্ছেনা আরিয়ান। তাই তার স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন কারাগার কর্তৃপক্ষ। যদিও আরিয়ান এর মধ্যে জানিয়েছেন ছাড়া পাওয়ার পর তিনি সামাজিক প্রকল্পের কাজে নিজেকে নিয়োজিত করবেন।