বাহক নিউজ় ব্যুরো: হিন্দু ধর্মের কোনো উৎসবে আমিষ খাওয়া পছন্দ করে না বজরং দল। অন্য হিন্দুরা খাক সেটাও পছন্দ করে না তারা। সেরকমই একটি চিত্র দেখা গেল দিওয়ালির দিন। দিওয়ালিতে বিরিয়ানির দোকান কেন খোলা হয়েছে এই প্রশ্ন করে নানারকম হুমকি দিল বিরিয়ানি বিক্রেতাকে।
দিল্লির শান্তনগরে বজরং দলের এক সদস্যের দাবি, দিওয়ালিতে আমিষ বিরিয়ানি বিক্রি করে ওই বিক্রেতা হিন্দু ধর্মের অবমাননা করছেন। ওই এলাকার একদল যুবককে নিয়ে তিনি নানারকম হুমকি দেন। এমনকি দোকান পুড়িয়ে দেওয়া, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
দিওয়ালির রাতে বিরিয়ানির দোকানে একদল যুবক গিয়ে দোকানদারকে হুমকির সুরে বলে, “এই, আজ তুমি কীভাবে দোকান খুলেছ? কে তোমাকে অনুমতি দিয়েছে? বন্ধ করো এক্ষুণি। কি ভেবেছ এটা তোমার এলাকা? এটা কি জামা মসজিদ? এটা পুরোপুরি হিন্দু এলাকা।” দোকানের ভিতরে ঢুকে টেবিল-চেয়ার ছুঁড়ে মারতে থাকে নীলেশ। বজরং দলের সদস্যদের এই তাণ্ডবে ভয় পেয়ে যায় দোকানের অন্যান্য কর্মচারী ও ক্রেতারাও। তাদের মধ্যে একজন তাণ্ডবকারীদের কিছু বোঝানোর চেষ্টা করলে তখন আরো সুর চড়িয়ে বলা হয় ‘তোমার কি প্রাণের ভয় নেই?’
নীলেশ কুমার সূর্যবংশী নামে বজরং দলের ওই সদস্য ও তাঁর সঙ্গীদের খুঁজছে দিল্লি পুলিশ। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি নীলেশের। সংবিধানের ২৯৫A ধারায় মামলা দায়ের করা হয়েছে নীলেশ ও তার সঙ্গীর বিরুদ্ধে।