
Table of Contents
Bahok News Bureau : বিতর্ক ও গুরুতর অভিযোগে ঘেরা বান্দা (Banda) পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার (ARM) লক্ষ্মণ সিংকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন দফতর। বান্দা রোডওয়েজ কমপ্লেক্সে অবস্থিত তার অফিস থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তিনি। (Banda Bribe Case)
কী ঘটেছে?
গতকাল বান্দা জেলার শহরের কোতোয়ালি এলাকার রোডওয়েজ (Roadways) বাস ডিপো অফিসে ডিপোর আঞ্চলিক ব্যবস্থাপককে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন দফতর (Anti Corruption Team)। আপনাদের জানিয়ে রাখি যে, শুল্ক আরোপের নামে, আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মণ সিং ১০,০০০ টাকা ঘুষ দাবি করতেন। একজন কন্ট্রাক্ট ড্রাইভারের অভিযোগের ভিত্তিতে, দুর্নীতি বিরোধী দল, আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মণ সিংকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেছে। এরপর টিম অফিসাররা লক্ষ্মণ সিংকে থানায় নিয়ে যায়।
বান্দা রোডওয়েজের তথ্য অনুসারে
বান্দা (Banda) রোডওয়েজের তথ্য অনুযায়ী, লক্ষ্মণ সিংয়ের বিরুদ্ধে অতীতেও ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। চালকরা এর আগেও আঞ্চলিক ব্যবস্থাপকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন। আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মণ সিং বান্দা ডিপোতে নিযুক্ত হওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে রয়েছেন। জানা গেছে যে, রোডওয়েজ কন্ট্রাক্ট চালকের অভিযোগে এআরএমকে ধরা হয়েছে। (Banda Bribe Case)
আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মণ সিং কি বললেন?
দুর্নীতি বিরোধী দল, আঞ্চলিক ব্যবস্থাপককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। মিডিয়ার প্রশ্নের জবাবে আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মণ সিং (Laxman Singh) তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
Unknown Facts – Roti Shape: রুটির আকার গোল কেন হয়? জানলে অবাক হবেন আপনিও, জানুন বিস্তারিত
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।