Table of Contents
Bahok News Bureau: বাংলাদেশের (Bangladesh) খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পে কর্মরত (Khulna-Mongla port rail line project) ভারতের একজন প্রকৌশলী এবং তার স্ত্রী শনিবার সকালে খুলনার অন্তর্গত সাতক্ষীরা জেলার তালতলায় গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাতক্ষীরায় ট্রাক ওপ্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এছাড়া এ ঘটনায় গুরুতর হয়েছেন আহত প্রাইভেটকারটির চালক।
নিহত ব্যক্তি কারা ছিলেন?
নিহতরা হলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার বিশ্বাস, বয়স ৪৫ এবং তার স্ত্রী ছবি বিশ্বাস, বয়স ৪২৷ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অসীম খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পের উপ-ব্যবস্থাপক। তিনি ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তার স্ত্রী তার সাথে খুলনায় থাকতেন।
কিভাবে ঘটলো দুর্ঘটনাটি?
ভোমরা স্থলবন্দর (Bhomra land port) দিয়ে ভারতে যাওয়ার পথে একটি ট্রাক একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটিতে ছিল ভারতীয় প্রকৌশলী, তার স্ত্রী এবং গাড়িচালক। শনিবার সকাল ৮টা নাগাদ শহরের ৩৩ বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (Bangladesh) সদর দপ্তরের সাতক্ষীরার সামনে খুলনাগামী তেলের খালি ড্রামভর্তি ট্রাকটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং এতে থাকা দুই যাত্রী ও চালক আহত হয় বলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভারতীয় নাগরিককে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক রফিকুল ইসলাম ,বয়স ৩০, এখন আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরার কাটিয়া ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) উত্তম মিত্র জানান,
“আমরা জানতে পেরেছি, বাড়িতে যাবেন বলে আজ সকালে তারা প্রাইভেটকারে ভোমরা ইমিগ্রেশনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।” নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা আছে। আহত প্রাইভেটকারচালক সেখানে চিকিৎসাধীন। প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, জানান তিনি। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শকেরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 25 November 2023, 8:53 pm | Last Updated on Saturday, 25 November 2023, 8:53 pm by Bahok Desk










