বাহক নিউজ় ব‍্যুরো: বিয়েবাড়ি মানেই নানান ঘটনার ঘনঘটা। হাসি তামাশার সাথে সাথে বিভিন্ন বিচিত্র ঘটনা ঘটে এই অনুষ্ঠানে। সোশ‍্যাল মিডিয়ার বদৌলতে তা আবার জনসমক্ষেও চলে আসে। এবার এক কনের থাপ্পড় দেওয়ার ঘটনা ভাইরাল হল সোশ‍্যাল মিডিয়ায়।

ভাইরাল ওই ভিডিওটি তে দেখা যায়, বর ও কনের বাড়ির আত্মীয় হাসি আনন্দে মেতে। লেহঙ্গা-চোলি গয়নায় সেজে রয়েছেন কনে আর শের‌ওয়ানি পাগড়িতে বর। চলছে নাচ গান হ‌ই হুল্লোড়। এমন‌ই এক আনন্দের মুহূর্তে আচমকাই বাড়ি ভর্তি লোকজনের সামনে প্রথমে পুরোহিত ও তারপর বরকে কষিয়ে থাপ্পড় মারলেন কনে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব‍্যক্তি আর তারপর‌ই ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কিন্তু কী এমন হল?? যার জন্য এত রেগে গেলেন নতুন কনে। ভিডিওটিতে দেখা যায় বিয়ের মন্ডপে বসে কিছু তামাকজাত দ্রব‍্য মুখে চিবোচ্ছেন বর। এই ব‍্যাপারটি পছন্দ হয়নি কনের। কিন্তু বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় তিনি রেগে যান। পুরোহিতকে বিয়ে থামাতে বলেন কিন্তু পুরোহিত কথা বাড়ালে প্রথমে তাকে তারপর কথা কাটাকাটির চরম পর্যায়ে বরকেই সপাটে থাপ্পড় কষিয়ে দেন কনে। থাপ্পড় খেয়ে বর বেচারা মুখ থেকে তামাক ফেলে দেন।

ভিডিও দেখুন – https://youtu.be/ovhlsuPJXIY

অবশেষে এই কনে বরের বাড়িতে যেতে পেরেছেন কিনা তা অবশ‍্য জানা যায়নি তবে তামাক চিবোনোকে কেন্দ্র করেই যে কনের এমন রাগপ্রকাশ তা ভিডিও এবং তার কথোপকোথনেই স্পষ্ট।