বাহক নিউজ় ব্যুরো: বহুদিন ধরে আড্ডায়, মজায় এই প্রশ্নটা বহু মানুষের মুখে ঘুরে ফিরে এসেছে। ডিম আগে না মুরগি আগে? এক মার্কিন বিজ্ঞানী গবেষণার পর জানিয়েছেন এই প্রশ্নের উত্তর।
বিভিন্ন জায়গা হাসির ছলে বা তর্কের বিষয়ে এই প্রশ্ন উঠে এলেও সঠিক উত্তর দিতে পারেনি কেউই। ফলে ডিম আগে নাকি মুরগি – এ প্রশ্নের সমাধান হয়নি। এই ধাঁধার সমাধান করেছেন এক আমেরিকান। মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ এই জটিল প্রশ্নটির উত্তর খুঁজতে গবেষণাই করেছেন। গবেষণার পর এনপিআর নামে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সমস্ত তথ্য।
হাজার হাজার বছর আগে পৃথিবীতে মুরগী ছিল না। ছিল মুরগির মতো দেখতে প্রকান্ড এক পাখি। জিনগতভাবে এই পাখি ছিল মুরগীর মতোই। বিজ্ঞানীদের বলেছেন ওই জিনগত সাদৃশ্যপূর্ণ পাখিটি ‘প্রোটো-চিকেন’। সেই বৃহদাকার পাখিটি ডিম পাড়ার পর সেই ডিমে কয়েকবার বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন হয়। ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। নতুন প্রজাতিটি হয় প্রাচীন মুরগী। আজকের মুরগী আর প্রাচীন কালের মুরগী এক নয়,হাজার হাজার বছর ধরে আরো বেশি কিছুবার মিউটেশনগত পরিবর্তন হয়েছে মুরগীর।
ওই ওয়েবসাইটের ব্যাখ্যার সংক্ষিপ্ত রূপ হল, প্রাচীন কালের মুরগির মতো জিনগত এক পাখির এক ডিম থেকে মিউটেশনের ফলে জন্ম হয় মুরগীর। অর্থাৎ ওই ডিমের আগে মুরগী ছিল না। ফলে এটি মেনে নেওয়া যায় যে ডিম আগে এসেছে, তারপর মুরগী।