বাহক নিউজ ব্যুরো: করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় ২মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল বেলুড় মঠ। এবার কড়াকড়ির মধ্যে একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠ।
মঠের মহারাজ দের সাথে কথা বলে জানা গেছে যে, যাবতীয় করোনা বিধি মেনে মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা। করোনার জন্য প্রায় বেশি সময় ধরে বন্ধ থাকার পরও শুক্রবার ফের খোলা হচ্ছে বাগবাজারের মায়ের মন্দিরও। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত মাতৃদর্শন করতে পারবেন ভক্তরা।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকা থাকলেও গত ৭দিন ধরে সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি কমতে শুরু করেছে মৃত্যু হারও। তাই আগামী ২৪জুলাই গুরুপূর্নিমাতে বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত জানালো মঠ কতৃপক্ষ।
বুধবার একটি ভিডিও বার্তায় মঠের মহারাজ জ্ঞানাব্রতানন্দ জানান আগামী গুরুপূর্নিমার দিনে সমস্ত ভক্তদের জন্য মঠের দরজা খুলে দেয়া হবে। ওই দিন সমস্ত দর্শনার্থী ও ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আরও জানান যে ওই দিন ভক্তরা সকাল ৭.৩০মিনিট থেকে ১১ট ও বিকেল ৪টে থেকে ৫.৩০টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন।
মন্দিরে প্রবেশ করতে পারলেও কোনো ভক্ত মহারাজ দের সাথে দেখা করতে পারবেন না। মঠের মহারাজরা ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের আশির্বাদ করবেন। মঠের সমস্ত রকম আনুষ্ঠান ও মন্ত্র পাঠ সব কিছুই ভারচুয়ালী শোনানোর ব্যাবস্থা করা হবে। তিনি আরও জানান যে করোনা সংক্রমনের কারনে বিধি নিষেধ থাকার জন্য ভক্তরা শুধুমাত্র মঠের মূল মন্দিরে প্রবেশ ও প্রনাম করতে পারবেন।
দীর্ঘদিন মঠ বন্ধ থাকার পর আবার খোলায় খুশি মঠের ভক্তরা।
রিয়া দুয়ারী
Published on Thursday, 15 July 2021, 12:08 pm | Last Updated on Tuesday, 26 July 2022, 10:08 pm by Bahok Desk









