Bengal Global Business Summit
Bengal Global Business Summit: অনুষ্ঠিত হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন! কারা ছিলেন উপস্থিত? জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি বছরের ২১শে নভেম্বর থেকেই নিউ টাউনে দু দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) শুরু হল৷ এই নিয়ে সাত বছরে পা দিল এই বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন জানিয়েছেন, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ অংশ নিয়েছে৷ পার্টনার দেশ হিসেবে অংশ নিয়েছে ১৭টি দেশ, যার মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া প্রভৃতি। এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, প্রাক্তন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, এছাড়াও আরো অনেকে। এই সম্মেলনের মূল অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ মুকেশ আম্বানি।

কি বললেন মুখ্যমন্ত্রী ?

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি জানালেন, গোটা দেশের মধ্যে বাংলা অন্যতম ইকনমিক পাওয়ার হাউস হয়ে উঠেছে৷ এর পাশাপাশি তিনি আরো জানালেন যে, কর্মসংস্থান বৃদ্ধিই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য৷ এর জন্য মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরেই জোর দিয়েছে রাজ্য সরকার৷

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কি বললেন রিলায়েন্স কর্ণধার?

এই বাণিজ্যিক সম্মেলনে (Bengal Global Business Summit) উপস্থিত ছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী (Mukesh Ambani)। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন। মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করেন। এমনকি তিনি বাংলায় বলেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।” এমনকি তিনি আরো বলেন, “মমতাদির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বাংলায় বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এই রাজ্য এখন লগ্নির গন্তব্যে পরিণত হয়েছে। আমাদের কাছেও এখন বাংলা বিনিয়োগের অন্যতম গন্তব্য।” এরপরেই তিনি ঘোষণা করেন, রিলায়্যান্স গোষ্ঠী আগামী ৩ বছরের মধ্যে বাংলায় আরো ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং রিলায়েন্স বাংলার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবে।

নতুন পরিচয় পেলেন সৌরভ গাঙ্গুলী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রাক্তন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, “না বললে চলবে না।” সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন। সৌরভ শিল্পপতি হিসাবে একটি নতুন খেতাব পেলেন। তিনি ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন সৌরভ। সৌরভকে পাশে নিয়ে মমতা বললেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।”

আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: সুড়ঙ্গ থেকে উদ্ধার হলো না ৪১ জন শ্রমিক! এবার নেয়া হলো নতুন পরিকল্পনা

আরও পড়ুন:  Uttarakhand Tunnel Collapse: টানা দশ দিন টানেলে আটকে শ্রমিক! উত্তরাখন্ডের টানেল দুর্ঘটনার দায় কার? কী বলছেন বিশেষজ্ঞগণ?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)