বাহক নিউজ় ব‍্যুরো: শনিবারের ভোরটা না আসলেই হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এই ভোর হওয়ার আগেই তিনি জেনেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি চিরতরে হারিয়ে গিয়েছেন। চলে গিয়েছে না ফেরার দেশে। নিজের মাকে হারিয়েছেন কৌশানি। অভিনেত্রীর জীবন বড়োই কঠিন সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছে।

বয়স মাত্র ৫০ পেরিয়েছিল। না ফেরার দেশে চলে যাওয়ার বয়স এটা নয় । যদিও কিছু মানুষ মাঝপথে হাত ছেড়ে চলে যায়। চলে গেলেন কৌশানির মা ও। কিভাবে নিজেকে সামলাবেন অভিনেত্রী কৌশানী ? তার প্রেমিক বনি সেনগুপ্ত যদিও রাত থেকেই পাশে রয়েছেন সল্টলেকের বেসরকারি হাসপাতালে যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানির মা। গত ২৩শে অক্টোবর থেকে ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিৎসা চলছিল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বনির মা ইম্পা প্রেসিডেন্ট ও অভিনেত্রী পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমকে বলেছেন “শারীরিক বেশকিছু সমস্যা ছিল। ওর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তার ওপর ফুসফুসের সংক্রমণ হয়েছিল। সব মিলিয়ে মাল্টি অর্গান ফেলিওর ।মাঝরাতে মারা গিয়েছেন ।এখনও ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভালো মানুষ ছিল।”

কৌশানির প্রসঙ্গে পিয়া বলেন,” মেয়েটার কথা ভেবেই আমার বুক কেঁপে উঠছে। এটা কি মাকে হারানোর সময় ? কি কাঁদছে জানেন ।ওকে কি বলে সামলাবো, কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো জানিনা।

পিয়া আরো বলেছেন দারুণ রান্না করতেন কৌশানির মা । পারিবারিক বন্ধুত্ব থাকার কারণে তাদের মধ্যে‌ও ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল । এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এখন কেবলই স্মৃতি আর বেঁচে থাকা।